দ্বীপ (62 টি প্রশ্ন )

- ইন্দোনেশিয়ার আয়তনে বৃহত্তম দ্বীপ হলো বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশ (কালিমান্তান)।
- কালিমান্তানের আয়তন প্রায় ৫৪৮,০০০ বর্গকিমি।
- পুরো বোর্নিও দ্বীপ বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ, যার মধ্যে ইন্দোনেশিয়ার অংশ সবচেয়ে বড়।
- নদীর গতিপথের সর্বশেষ পর্যায়ে অর্থাৎ সমুদ্রে পতিত হওয়ার পূর্বে নদীর গতি সর্বাধিক মন্থর থাকে এবং পানিতে পলির পরিমাণ থাকে সর্বাধিক। ফলে নদীর মোহনাতে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়।
- এ পলি সঞ্চিত হতে হতে বাংলা মাত্রাহীন ‘ব’ এর মতো যে সমভূমির সৃষ্টি হয় তাকে ব-দ্বীপ বলে।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ, পাকিস্তানের সিন্ধু, মিশরের নীল, ব্রহ্মদেশের ইরাবতী, চীনের ইয়াংসি, হোয়াংহো, উত্তর আমেরিকার মিসিসিপি, ইতালির পো প্রভৃতি নদীর মোহনায় বিস্তীর্ণ ব-দ্বীপ গঠিত হয়েছে।
- আরব উপদ্বীপ বিশ্বের বৃহত্তম উপদ্বীপ।
- আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত। 
- এর আয়তন প্রায় ১,২০০,০০০ বর্গ মাইল বা ৩১ লক্ষ বর্গ কিলোমিটার।
- উপদ্বীপটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম প্রান্তে রয়েছে লোহিত সাগর এবং দক্ষিণ দিকে রয়েছে এডেন উপসাগর।
- এই উপদ্বীপে জর্ডান ও ইরাকসহ মোট নয়টি দেশ রয়েছে, যাদের মধ্যে সৌদি আরব আয়তনে সবচেয়ে বড় এবং বাহরাইন সবচেয়ে ছোট দেশ।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পর্বাংশে অবস্থিত । 
- এটির অবস্থান কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় । 
- এ দ্বীপটির পশ্চিম, উত্তর-পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০-১৫ কিমি. প্রবাল প্রাচীর । 
- এ দ্বীপটির অপর নাম নারিকেল জিঞ্জিরা 

সুমাত্রা দ্বীপের আয়তন ৪, ২৭ ,৩০০ বর্গকিমি । এটি ভারত মহাসাগরে অবস্থিত । সুমাত্রা দ্বীপের মালিকানা ইন্দোনেশিয়ার ।
- গুয়াম প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের একটি দ্বীপ।
- এটি মারিয়ানা দ্বীপপুঞ্জের বৃহত্তম ও সর্ব দক্ষিণের দ্বীপ।
- এর বর্তমান মালিকানা যুক্তরাষ্ট্রের।
- ভারত মহাসাগর হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের ২০ শতাংশ এই মহাসাগর অধিকার করে আছে। 
- ভারত সাগরের তিনটি প্রধান বাহু হচ্ছে: আরব সাগর, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর। 
- ভারত মহাসাগরের উল্লেখযোগ্য দ্বীপ হলো- সিসিলিস, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ ও মাদাগাস্কার।

- 'লবঙ্গ দ্বীপ' বলতে মূলত তানজানিয়ার জাঞ্জিবার দ্বীপপুঞ্জকে বোঝানো হয়।
- জাঞ্জিবার দ্বীপপুঞ্জ লবঙ্গ উৎপাদনের জন্য বিখ্যাত এবং এটি একসময় বিশ্বের প্রধান লবঙ্গ সরবরাহকারী অঞ্চল ছিল।
- এখানকার উষ্ণ ও আর্দ্র জলবায়ু লবঙ্গ চাষের জন্য অত্যন্ত উপযোগী।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- জুবাইল দ্বীপ সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষভাবে পরিকল্পিত ও নান্দনিক প্রকল্প।
- ১৫ বিলিয়ন দিরহাম খরচ হয়েছে এই নান্দনিক প্রকল্পটি বাস্তবায়ন করতে।
- এটি আবুধাবির শহরতলির খুব কাছাকাছি অবস্থিত এবং ইয়াস দ্বীপ ও সাদিয়াত দ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
- জুবাইল দ্বীপে জলভাগের সীমানা ৩০ কিলোমিটার বিস্তৃত।
- জুবাইল দ্বীপটি তার টেকসই অবকাঠামো, আধুনিক জীবনধারা এবং পরিবেশ সুরক্ষার জন্য পরিচিত।
- এই দ্বীপের পরিকল্পনা এমনভাবে করা হয়েছে, যা পরিবেশ ও আধুনিকতার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করে।

তথ্যসূত্র: খালিজ টাইমস।
- ইয়াস দ্বীপ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একটি দ্বীপ, যা আরবের বনি ইয়াস উপজাতির নামে নামকরণ করা হয়েছে।
- এর উদ্বোধন হয় ২০১০ সালে।
- এর আয়তন ২৫ বর্গকিলোমিটার।
- ২০২৩ সালে প্রথম মধ্যপ্রাচ্যের প্রথম থিম পার্ক হিসেবে টিইএর গ্লোবাল তালিকায় নাম ওঠে ইয়াস দ্বীপের।
- ইয়াস দ্বীপ থিম পার্কের আয়তন ছয় হাজার ২০৮ একর। 
- এ দ্বীপের সব স্থাপনা এখনো সম্পন্ন হয়নি। ৪০ শতাংশ স্থাপনা বাকি রয়ে গেছে। 

তথ্যসূত্র: কালের কণ্ঠ। 
- পূর্বাশা বা দক্ষিণ তালপট্টি বা নিউ মুর আইল্যান্ড বঙ্গোপসাগরের অবস্থিত।
- ২০১৪ সালে ৭ জুলাই আন্তর্জাতিক সালিশি আদালত এর রায় অনুযায়ী দ্বীপ টি ভারতের সমুদ্র সীমায় পড়েছে।
- ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে।
- ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর হাড়িয়াভাঙ্গা নদীর মোহনার অদূরে বাংলাদেশের সমুদ্রসীমায় দক্ষিণ তালপট্টি দ্বীপ জেগে ওঠে। নদীর মোহনা থেকে দুই কিলোমিটার দূরে এর অবস্থান।
- ১৯৭৪ সালে একটি আমেরিকান স্যাটেলাইটে আড়াই হাজার বর্গমিটার এ দ্বীপটির অস্তিত্ব ধরা পড়ে।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ‘শ্রী বিজয় পুরম’ করেছে ভারত সরকার।
- জাতিকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করতে নামের এ পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানিয়েছে নয়া দিল্লি।
- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যম এক্স এ এমন ঘোষণা দেন বলে দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

সোর্সঃ প্রথম আলো। 
- কক্সবাজার জেলার অন্তর্গত বাঁশখালী নদীর তীরে অবস্থিত বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী।
- এর আয়তন ৩৬২.১৮ বর্গ কি.মি। এ দ্বীপে বিখ্যাত আদিনাথ মন্দির অবস্থিত।
- ২০১৭ সালে মহেশখালী দ্বীপকে ‘ডিজিটাল দ্বীপ' হিসেবে ঘোষণা করা হয়।
ডেল্টা/ব-দ্বীপ: নদীর মোহনায় পলি জমা করে তৈরি ভূমিরূপকে ডেল্টা বলা হয়।
দ্বীপ: চারদিকে জলে ঘেরা স্থলভাগকে দ্বীপ বলে।
দ্বীপপুঞ্জ: সমুদ্র, হ্রদ বা নদীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা দ্বীপপুঞ্জকে দ্বীপপুঞ্জ বলে।
মালভূমি: সমতল ভূপৃষ্ঠবিশিষ্ট উঁচু ভূখণ্ডকে মালভূমি বলে।
- স্প্রাটলী দ্বীপপুঞ্জটি দক্ষিন চীন সাগরে অবস্থিত।
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে চীন, তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন ও মালয়েশিয়ার মধ্যে বিরোধ বিদ্যমান।

- পৃথিবীর সবচেয়ে বড় ব - দ্বীপ বাংলাদেশ।

- দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি ব - দ্বীপ যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ নিয়ে গঠিত। এটি পৃথিবীর বৃহত্তম নদী ভিত্তিক ব - দ্বীপ।

- এটি গঙ্গা, ব্রহ্মপুত্র সহ বেশ কয়েকটি নদীর মিলিত জলরাশি হিসেবে বঙ্গোপসাগরে পতিত হয়। এ কারণে একে অনেক সময় গঙ্গা - ব্রক্ষ্মপুত্র ব - দ্বীপ নামেও অভিহিত করা হয়।


দ্বীপটি প্রাচীনকাল থেকেই কোরিয়া, জাপান এবং রাশিয়ার মধ্যে নিয়ন্ত্রণের বিষয় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, ইকুমিয়া দ্বীপ জাপানের দখলে ছিল। কিন্তু ১৯৪৫ সালে, যুদ্ধের পর, ইকুমিয়া দ্বীপ সোভিয়েত ইউনিয়নের দখলে আসে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর, ইকুমিয়া দ্বীপ রাশিয়ার অংশ হয়ে যায়।

জাপান এবং রাশিয়া এই দ্বীপ নিয়ে আলোচনা করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। জাপান চায় যে, এই দ্বীপগুলিকে জাপানের কাছে ফিরিয়ে দেওয়া হোক। 


'কাট্টলী বিল' রাঙ্গামাটি জেলায় অবস্থিত। এটি রাঙামাটি জেলার লংগদু উপজেলায় অবস্থিত একটি বিল। এটি কাপ্তাই হ্রদের একটি অংশ। কাট্টলী বিলটি পরিযায়ী পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। শীতকালে এখানে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরা বিচরণ করে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে সাতটি দেশের মধ্যে বিরোধ রয়েছে:
- চীন
- ব্রুনাই
- ভিয়েতনাম
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- তাইওয়ান
- থাইল্যান্ড

এই দেশগুলির মধ্যে কোনটি দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব দাবি করে, কিন্তু কোনও আন্তর্জাতিক আইন দ্বারা এই দাবিগুলি স্বীকৃত নয়।

চীন দ্বীপপুঞ্জের প্রায় 80% অংশ দাবি করে এবং সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ভিয়েতনাম দ্বীপপুঞ্জের প্রায় 20% অংশ দাবি করে এবং সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাইও দ্বীপপুঞ্জের কিছু অংশ দাবি করে।

স্প্রাটলি দ্বীপপুঞ্জের উপর নিয়ন্ত্রণের জন্য এই দেশগুলির মধ্যে কয়েকবার সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। 2012 সালে, চীন এবং ফিলিপাইন স্কারবরো শহোলের নিয়ন্ত্রণ নিয়ে একটি সামরিক সংঘর্ষের কাছাকাছি এসেছিল।


পেরেজিল দ্বীপপুঞ্জ স্পেন এবং মরক্কোর মধ্যে অবস্থিত। মরক্কো দাবি করে যে পেরেজিল দ্বীপ তার আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত এবং তাই এটি তার সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত। অন্যদিকে, স্পেন দাবি করে যে পেরেজিল দ্বীপ তার সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত। এই কারণে, স্পেন এবং মরক্কোর মধ্যে পেরেজিল দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে।


- বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার মোহনায় ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মনপুরা উপজেলায় লক্ষাধিক লোকের বসবাস রয়েছে।
- মিয়া জমিরশাহ'র স্মৃতি বিজড়িত মনপুরা দ্বীপ অতি প্রাচীন।
- একসময় এ দ্বীপে পর্তুগীজদের আস্তানা ছিল।

আটলান্টিক মহাসাগরের (Atlantic Ocean) একটি বিশেষ অঞ্চলকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল। স্থানীয় অধিবাসীরা এই অঞ্চলটিকে ‘ড্রেভিলস ট্রায়ঙ্গাল’ (Devil’s Triangle) বা ‘শয়তানের ত্রিভুজ’ বলে থাকেন। এলাকাটি আটলান্টিক মহাসাগরের তিন প্রান্ত দিয়ে সীমাবদ্ধ। বারমুডা ট্রায়াঙ্গলের তিনটি প্রান্তের একটি প্রান্ত আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা (Florida) আরেক প্রান্ত পুয়ের্তো রিকো (Puerto Rico) এবং অন্য প্রান্তটি ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বারমুডা দ্বীপের সঙ্গে যুক্ত। এর মোট আয়তন একশ চোদ্দ লাখ বর্গ কিলোমিটার অর্থাত্‍ চুয়াল্লিশ লাখ বর্গ মাইল। এই বিশাল অঞ্চলে কত জাহাজ, বিমান নিরুদ্দেশ হয়েছে তার ইয়াত্তা নেই। কোনও জাহাজ এই অঞ্চলের গভীরে প্রবেশ করলেই সেটি আর বেতার তরঙ্গ পাঠাতে পারে না। ফলে বিচ্ছিন্ন হয়ে যায় উপকূলের সঙ্গে যোগাযোগ এবং দিক নির্ণয় করতে না পেরে রহস্য জনক ভাবে অদৃশ্য হয়ে যায়। তাই এই অঞ্চলটিকে রেডিও ডেড স্পটও (Radio Dead Spot) বলা হয় ।
লক্ষীপুর জেলার উল্লেখযোগ্য কয়েকটি চরঃ চর আলেজান্ডার, চর গজারিয়া, তেলিয়ার চর, চরশাহী চর আবাবিল ইত্যাদি।
স্ক্যান্ডিনেভিয়া (প্রাচীন স্ক্যান্ডিয়া) উত্তর ইউরোপের তিনটি দেশ তথা নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের জন্য দেয়া নাম। এদের মধ্যে নরওয়ে ও সুইডেন স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ গঠন করেছে।

-পৃথিবীর বৃহত্তম সাগর হল দক্ষিণ চীন সাগর। এর আয়তন প্রায় 3.51 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পৃথিবির মোট সমুদ্রের পৃষ্ঠের প্রায় 10%।
-এটি দক্ষিণ-পূর্ব এশিয়ায় অবস্থিত এবং এটি চীন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ফিলিপাইন এবং থাইল্যান্ডের উপকূলকে ঘিরে রয়েছে।
- বাহরাইন, কোরিয়া এবং কাতার সবই উপদ্বীপ।
- মালাগাছি একটি দ্বীপ দেশ। এটি আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত।
- উপদ্বীপ হলো একটি ভূখণ্ড যা তিন দিকে জল দ্বারা বেষ্টিত এবং মূল ভূখণ্ডের সাথে একটি স্থলভাগ দ্বারা সংযুক্ত থাকে।
- দ্বীপ হলো চার দিকে জল দ্বারা বেষ্টিত একটি ভূখণ্ড।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
পয়েন্টঃ‬
১.এলিফ্যান্ট পয়েন্ট >>>>> কক্সবাজার
২.হিরণ পয়েন্ট >>>>>>>>সুন্দরবনের দক্ষিণে
৩.টাইগার পয়েন্ট >>>>>> সুন্দরবনের দক্ষিণে
৪.জাফর পয়েন্ট >>>>>>> দুবলার চরের অপর নাম( সুন্দরবন)
৫.লাবণী পয়েন্ট >>>>>>>কক্সবাজার সমুদ্র সৈকতে
৬.জিরো পয়েন্ট >>>>>>>ঢাকা গুলিস্থান (নূর হোসেন চত্বর), রাজশাহী শহরে

‪‎সাগরঃ‬
১.রাম সাগর >>>>> দিনাজপুর
২.নীল সাগর >>>>>> নীলফামারী
৩.ধর্ম সাগর >>>>>> কুমিল্লা
৪. জয় সাগর >>>>> সিরাজগঞ্জ
৫.বিজয় সাগর >>>> রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬.শহীদ সাগর >>>>>নাটোর
৭.দূর্গা সাগর >>>>বরিশাল

‪ভ্যালিঃ‬
১. ভেঙ্গি ভ্যালি>>>> রাঙ্গামাটি(কাপ্তাই দ্বারা প্লাবিত)
২.হালদা ভ্যালি>>>>> খাগড়াছড়ি
৩.বলিশিয়া ভ্যালি>>>> মৌলভীবাজার
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0