|
|
- রাশিয়া এবং চীন এই দুটি দেশের সাথে সবচেয়ে বেশি দেশের সীমানা রয়েছে। - উভয় দেশের সাথে ১৪টি করে সীমান্ত রয়েছে।
|
|
| |
|
|
|
-নিরক্ষরেখার ২৩.৫০⁰ উত্তর অক্ষাংশকে কর্কটক্রান্তি এবং ২৩.৫০⁰ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা বলে। -বাংলাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। -লন্ডনে গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে উত্তরমেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলা হয়।
|
|
| |
|
|
|
- পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা বলে। এ অক্ষরেখার উত্তর-প্রান্ত বিন্দুকে উত্তর মেরু বা সুমেরু এবং দক্ষিণ-প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বা কুমেরু বলে। - দুই মেরু থেকে সমান দূরত্ব পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা।
|
|
| |
|
|
|
ট্রপিক অব ক্যানসার:- কর্কটক্রান্তি রেখা পৃথিবীর মানচিত্রে অঙ্কিত প্রধান পাঁচটি অক্ষাংশের একটি। এটি বিষুবরেখা হতে উত্তরে অবস্থিত এবং ২৩ ডিগ্রী ২৬ মিনিট ২২ সেকেন্ড অক্ষাংশ বরাবর কল্পিত একটি রেখা। পৃথিবী কক্ষতলের উপর লম্বভাবে থাকার বদলে একটু হেলে থাকে।
- বাংলাদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। - কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার বাংলাদেশের ১১টি জেলার উপর দিয়ে অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে- চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি। - সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত। - এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। - উল্লেখ্য, বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখাও অতিক্রম করেছে।
|
|
| |
|
|
|
- ইকুয়েডর (Ecuador): ইকুয়েডরের নাম স্পেনীয় শব্দ "ecuador" থেকে এসেছে, যার অর্থ "নিরক্ষরেখা"। ইকুয়েডর দক্ষিণ আমেরিকার একটি দেশ। দেশটির উত্তরে কলম্বিয়া, দক্ষিণে পেরু, পূর্বে কোলোম্বিয়া ও ব্রাজি এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত। ইকুয়েডরের রাজধানী কুইটো। - ইকুয়েতোরিয়াল গিনি (Equatorial Guinea): ইকুয়েটোরিয়াল গিনির নামও স্পেনীয় শব্দ "ecuador" থেকে এসেছে। ইকুয়েটোরিয়াল গিনি আফ্রিকার একটি দেশ। দেশটির উত্তরে গিনি-বিসাউ, দক্ষিণে গ্যাবন, পূর্বে ক্যামেরুন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। ইকুয়েটোরিয়াল গিনির রাজধানী মালাবো। - এই দুটি দেশের নামকরণ করা হয়েছে কারণ এই দেশগুলি নিরক্ষরেখার উপর অবস্থিত। ইকুয়েডর নিরক্ষরেখার ঠিক উপর দিয়ে প্রবাহিত হয়, যেখানে ইকুয়েটোরিয়াল গিনি নিরক্ষরেখার উত্তরে অবস্থিত।
|
|
| |
|
|
|
- গ্রীনিচ মান সময় (GMT), ইংল্যান্ডের রয়্যাল গ্রীনিচ মানমন্দিরের দ্রাঘিমাংশের (0°) গড় সৌর সময়ের নাম। এই দ্রাঘিমাংশের মধ্যরেখাকে মূলমধ্যরেখা বা গ্রিনিচ মধ্যরেখা বলা হয়।
|
|
| |
|
|
|
- দ্রাঘিমা রেখা হল একটি নির্দিষ্ট বিন্দু থেকে নিরক্ষরেখাকে স্পর্শ করে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে সংযুক্ত করে গঠিত একটি অর্ধবৃত্ত। - এই রেখাগুলি পৃথিবীর উপর দিয়ে কল্পিতভাবে আঁকা হয় এবং এগুলি ব্যবহার করে পৃথিবীর যেকোনো দুটি বিন্দুর মধ্যে দূরত্ব এবং সময়ের পার্থক্য নির্ধারণ করা যায়।
|
|
| |
|
|
|
এশিয়ার উত্তরের বিন্দু- চেলিউসকিন অন্তরীপ, দক্ষিণের বিন্দু- পিয়ারি অন্তরীপ, পশ্চিমের বিন্দু- বেবা অন্তরীপ, পূর্বের বিন্দু- ডেজনেভ অন্তরীপ।
|
|
| |
|
|
|
ওয়াঘা একটি গ্রাম যেটি সীমান্ত পারাপার করার রাস্তা , পণ্যের ট্রানজিট টার্মিনাল ও ভারত ও পাকিস্তানের মধ্যের একটি রেল স্টেশনের কাছাকাছি অবস্থিত। এটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে ভারত পাঞ্জাবের, অমৃতসর শহর এবং পাকিস্তান পাঞ্জাবে্র, লাহোর শহর দুটিকে যোগ করছে। ওয়াঘা সীমান্ত থেকে লাহোর ২৪ কিলোমিটার (১৫ মাইল) ও অমৃতসর ৩২কিমি(২০ মাইল) দূরে অবস্থিত এবং সীমান্তবর্তী গ্রাম আত্তারি.থেকে এটি ৩কিমি(১.৯মাইল) দূরে অবস্থিত।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
ফকল্যান্ড দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে ছোট্ট ৭৭৮টি দ্বীপের সমষ্টি। সবথেকে বড় দুটোর নাম পূর্ব এবং পশ্চিম ফকল্যান্ড। দ্বীপপুঞ্জের মোট আকার বেশি না, মাত্র ৪,৭০০ বর্গ মাইল। ১৯৮২ সালে এর জনসংখ্যাও ছিল খুব কম, ১,৮২০ জন মানুষ আর ৪ লক্ষ ভেড়া।। ১৯৮২ সালে আর্জেন্টিনার সেনাবাহিনী এই দ্বীপ দখল করে নেয়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আসলে ব্রিটিশ প্রোটেক্টোরেট। এর অর্থ দ্বীপটি স্বশাসিত এবং এর সামরিক দেখভাল করার দায়িত্ব গ্রেট ব্রিটেনের। দ্বীপপুঞ্জের অধিবাসীরাও প্রায় সকলেই ব্রিটিশ বংশোদ্ভুত ছিল। আর্জেন্টাইনদের কাছে এই দ্বীপপুঞ্জ ‘লাস মালভিনাস’ নামে পরিচিত।
|
|
| |
|
|
|
| |
|
|
|
ইংলিশ চ্যানেল পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ সাগর যা দক্ষিণে ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডস্থিত রাষ্ট্র ফ্রান্স এবং উত্তরে গ্রেট ব্রিটেন দ্বীপকে পৃথক করেছে এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এর দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার এবং এর প্রস্থ অবস্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটার।
|
|
| |
|
|
|
» লাইন অব কন্ট্রোল (LOC)ভারত - পাকিন্তান কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা » লাইন অব একচুয়াল কন্ট্রোল ভারত - চীন ভারত এবং চীনের সীমান্তবর্তী রেখা » লাইন অব ডিমারকেশন পর্তুগাল - স্পেন পর্তুগাল ও স্পেনের মধ্যে বিভক্তারী সীমারেখা
|
|
| |
|
|
|
-জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা ম্যাজিনো লাইন। সিগফ্রিড লাইন, জার্মানির পশ্চিম সীমান্তে ১৯৩০-এর দশকে নির্মিত হয়েছিল।
এটি জার্মানি কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপতি সীমারেখা হিন্ডারবার্গ লাইন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপতি সীমারেখা ওডারনিস লাইন
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
- ওডেরনিস লাইন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরুপিত সীমারেখা।
- হিন্ডারবার্গ লাইন: জার্মান ও পোল্যান্ডের সীমানা চিহ্ণিতকরণ রেখা।
- ডুরান্ড লাইর: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্ণিতকরণ রেখা।
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
সুমেরু অঞ্চল বা আর্কটিক পৃথিবীর সর্ব উত্তরের অঞ্চলটির নাম। ইংরেজি নামটি এসেছে গ্রিক শব্দ arktos থেকে যার অর্থ "ভালুক"। আকাশের উত্তর-পূর্ব কোণে দেখা যাওয়া একটি তারামণ্ডলের আকৃতি ভালুকের মত হওয়ায় এমন নাম দেয়া।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|