সম্প্রদান কারকে কোন বিভক্তি ব্যবহৃত হয়?

A দ্বিতীয়া

B তৃতীয়া

C চতুর্থী

D পঞ্চমী

Solution

Correct Answer: Option C

কর্তা যাকে স্বত্বত্যাগ করে কিছু দান করে তাকে সম্প্রদান কারক বলে। যেমিন- ভিক্ষুককে পয়সা দাও। সম্প্রদান কারক সাধারণত চতুর্থী বিভক্তি হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions