ITU এর নীতিমালা এবং কার্যক্রম নির্ধারণ করা হয় কয় বছর পর পর?
Solution
Correct Answer: Option D
- ITU এর পূর্ণরূপ International Telecommunication Union.
- এটি ১৭ মে, ১৮৬৫ সালে প্যারিসে প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিলো International Telegraph Union.
- ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- ITU তে ১৯৪টি সদস্য রাষ্ট্র এবং ৯০০টিরও বেশি বেসরকারি সংস্থা ও একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে।
- ITU প্রতি চার বছর অন্তর প্লেনিপোটেনশিয়ারি কনফারেন্স আয়োজন করে, যেখানে সংস্থার নীতিমালা এবং কার্যক্রম নির্ধারণ করা হয়।