সম্রাট শাজাহানের বাল্য নাম কি?

A বৈরাম খান

B গাজী

C আহমদ শাহ

D খুররম

Solution

Correct Answer: Option D

শাহজাহান (১৬২৮-১৬৫৮)
- শাহজাহানের বাল্য নাম খুররম
- সম্রাট শাজাহান ক্ষমতায় আসেন ১৬২৭ খ্রি.।
- শাহজাহান ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তার সময়ে নির্মিত বিভিন্ন স্থাপনার জন্য।
- তাকে ইতিহাসবিদরা অভিহিত করে ‘Prince of Builders’ হিসেবে।
- তিনি তার মৃত স্ত্রী মমতাজ মহলের স্মরণে নির্মাণ করেন তাজমহল।
- শাহজাহানের মণি-মুক্তা খচিত ময়ূর সিংহাসন জগত বিখ্যাত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions