Loading [MathJax]/extensions/tex2jax.js
 
পূর্ব নাম (24 টি প্রশ্ন )
বিভিন্ন জেলার পূর্ব ও বর্তমান নামঃ
» ঢাকা জেলার পূর্ব নাম ===> জাহাঙ্গীরনগর
» চট্টগ্রাম জেলার পূর্ব নাম ===> ইসলামাবাদ
» মুজিবনগর জেলার পূর্ব নাম ===> বৈদ্যনাথতলা
» খুলনা জেলার পূর্ব নাম ===> জাহানাবাদ
» সুনামগঞ্জ জেলার পূর্ব নাম ===> বনগাঁও
» সিলেট জেলার পূর্ব নাম ===> জালালাবাদ
» যশোর জেলার পূর্ব নাম ===> খিলাফাতাবাদ
» বাগেরহাট জেলার পূর্ব নাম ===> খলিফাবাদ
» ময়মনসিংহ জেলার পূর্ব নাম ===> নাসিরাবাদ
» ফরিদপুর জেলার পূর্ব নাম ===> ফাতেহাবাদ
» বরিশাল জেলার পূর্ব নাম ===> ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
» নোয়াখালী জেলার পূর্ব নাম ===> সুধারাম/ভুলুয়া
» কুমিল্লা জেলার পূর্ব নাম ===> ত্রিপুরা
» কুষ্টিয়া জেলার পূর্ব নাম ===> নদীয়া
» ফেনী জেলার পূর্ব নাম ===> শমসের নগর
» কক্সবাজার জেলার পূর্ব নাম ===> ফালকিং
» জামালপুর জেলার পূর্ব নাম ===> সিংহজানী
- ইপিআর এর বর্তমান নাম হল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
- ২০১১ সালের ২৩ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইপিআর এর নাম পরিবর্তন করে বিজিবি রাখেন।
- সোনারগাঁও এর পূর্বনাম সুবর্ণগ্রাম।
আরও কয়েকটি জেলার পুরবনামঃ 

ঢাকা- জাহাঙ্গীরনগর

চট্টগ্রাম- ইসলামাবাদ

খুলনা- জাহানাবাদ

সিলেট- জালালাবাদ

যশোর- খিলাফাতাবাদ

বাগেরহাট- খলিফাবাদ

ময়মনসিংহ- নাসিরাবাদ

ফরিদপুর- ফাতেহাবাদ

বরিশাল- ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ

কুমিল্লা- ত্রিপুরা

কুষ্টিয়া- নদীয়া

ফেনী- শমসের নগর

জামালপুর- সিংহজানী

ভোলা- শাহবাজপুর

মুন্সিগঞ্জ- বিক্রমপুর

গাইবান্ধা- ভবানীগঞ্জ

রাজবাড়ি- গোয়ালন্দ

মহাস্থানগড়- পুন্ড্রবর্ধন

ময়নামতি- রোহিতগিরি



কিছু স্থানের পুরাতন নামঃ
লালবাগ দূর্গ→→→→ তেহাবাগ দূর্গ
আসাদ গেট→→→→ আইয়ুব গেট
মহাস্থানগড়→→→→ পুন্ড্রবর্ধন
শেরে বাংলা নগর→→→ →আইয়ুবনগর
ময়নামতি→→→→ রোহিতগিরি
সোনারগাঁও→→→→ সুবর্ণগ্রাম
পদ্মা→→→→ কীর্তিনাশা
নিঝুম দ্বীপ→→→→ বাউলার চর
যমুনা→→→→ জোনাই নদী
কিছু জেলার পুর্ব নামঃ
✔ ঢাকা জেলার পূর্ব নাম - জাহাঙ্গীরনগর
✔ চট্টগ্রাম জেলার পূর্ব নাম - ইসলামাবাদ বা পোরটো গ্রানডে
✔ খুলনা জেলার পূর্ব নাম - জাহানাবাদ
✔ সিলেট জেলার পূর্ব নাম - জালালাবাদ
✔ যশোর জেলার পূর্ব নাম - খিলাফাতাবাদ
✔ বাগেরহাট জেলার পূর্ব নাম  - খলিফাবাদ
✔ ময়মনসিংহ জেলার পূর্ব নাম - নাসিরাবাদ
✔ ফরিদপুর জেলার পূর্ব নাম  - ফাতেহাবাদ
✔ বরিশাল জেলার পূর্ব নাম - ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ
✔ কুমিল্লা জেলার পূর্ব নাম  - ত্রিপুরা
✔ কুষ্টিয়া জেলার পূর্ব নাম  - নদীয়া
✔ ফেনী জেলার পূর্ব নাম  -  শমসের নগর


- ঢাকা জেলার পূর্ব নাম ===> জাহাঙ্গীরনগর
- চট্টগ্রাম জেলার পূর্ব নাম ===> ইসলামাবাদ
- খুলনা জেলার পূর্ব নাম ===> জাহানাবাদ
- সিলেট জেলার পূর্ব নাম ===> জালালাবাদ
- যশোর জেলার পূর্ব নাম ===> খিলাফাতাবাদ
- বাগেরহাট জেলার পূর্ব নাম ===> খলিফাবাদ
- ময়মনসিংহ জেলার পূর্ব নাম ===> নাসিরাবাদ
- ফরিদপুর জেলার পূর্ব নাম ===> ফাতেহাবাদ
নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিলো চর-ওসমান, আবার কেউ কেউ একে ইছামতীর চরও বলত। বর্তমানে নিঝুমদ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেই সম্বোধন করে।
বাংলাদেশে সরকারি মালিকানাধীন বীমা প্রতিষ্ঠান দুইটি। 
এগুলো হলো: 
- সাধারণ বীমা কর্পোরেশন 
- জীবন বীমা কর্পোরেশন।
- দেশে বেসরকারি পর্যায়ে ৩৫ টি জীবন বীমা ও ৪৬টি সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে।
সোর্সঃ জীবম বীমা ওয়েবসাইট

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
রাঙামাটির পূর্ব নাম হরিকেল । কক্সবাজারের পূর্ব নাম বাকুলিয়া,রঙ্গপুর হচ্ছে রংপুর এর পূর্ব নাম,ম্যাঅকছি ছড়া বান্দরবান এর পূর্ব নাম।
১৯৮২ সাল থেকে সবাই Dacca থেকে Dhaka বানান লেখে কিনুত এটা অফিসিয়াল ছিলা না।
অষ্টম সংশোধনী হয়—৭ জুন ১৯৮৮ সালে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং ঢাকার বাইরে হাইকোর্টের ৬ টি স্থায়ী বেঞ্চ স্থাপন। Dacca থেকে Dhaka এবং Bengali থেকে Bangla পরিবর্তন।
 

লালবাগ কেল্লার আদি নাম আওরঙ্গবাদ দূর্গ


 

ঢাকার পূর্ব নাম-জাহাঙ্গীর নগর


 

সিলেটের পূর্ব নাম জালালাবাদ



 

বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ


 

মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে।


 

নোয়াখালীর পূর্ব নাম শুধারাম

 


 

 চট্রগ্রামের পূর্ব নাম চিল ইসলামাবাদ। বাংলার সুবাদার শায়েস্তা খান চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন।

 


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল


প্রাচীন বাংলার জনপদ সমূহ:
- পুণ্ড্র
- বঙ্গ
- হরিকেল
- রাঢ়
- চন্দ্রদ্বীপ
- বরেন্দ্র
- গৌড় 
- সমতট
- তাম্রলিপ্ত
- গঙ্গারিডাই প্রভৃতি।

কিছু জেলার পুর্ব নামঃ
✔ ঢাকা জেলার পূর্ব নাম - জাহাঙ্গীরনগর
✔ চট্টগ্রাম জেলার পূর্ব নাম - ইসলামাবাদ বা পোরটো গ্রানডে
✔ খুলনা জেলার পূর্ব নাম - জাহানাবাদ
✔ সিলেট জেলার পূর্ব নাম - জালালাবাদ
✔ যশোর জেলার পূর্ব নাম - খিলাফাতাবাদ
✔ বাগেরহাট জেলার পূর্ব নাম  - খলিফাবাদ
✔ ময়মনসিংহ জেলার পূর্ব নাম - নাসিরাবাদ
✔ ফরিদপুর জেলার পূর্ব নাম  - ফাতেহাবাদ
✔ বরিশাল জেলার পূর্ব নাম - ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ

 বরিশালের নামকরণ ও বরিশালের বিস্তারিত তথ্য নিম্নে দেয়া হলো - বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর,প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর,এটি বাংলাদেশ-এর একটি অন্যতম সুন্দর শহর,কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ,দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল,বরিশালে একটি নদীবন্দর রয়েছে যেটি দেশের অন্যতম প্রাচীন,দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর

 

নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরা-র পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়া-র উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় "নোয়া (নতুন) খাল" বলা হত, এর ফলে অঞ্চলটি একসময়ে লোকের মুখেমুখে পরিবর্তিত হয়ে "নোয়াখালী" হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে।


সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0