বিভিন্ন জেলার পূর্ব ও বর্তমান নামঃ » ঢাকা জেলার পূর্ব নাম ===> জাহাঙ্গীরনগর » চট্টগ্রাম জেলার পূর্ব নাম ===> ইসলামাবাদ » মুজিবনগর জেলার পূর্ব নাম ===> বৈদ্যনাথতলা » খুলনা জেলার পূর্ব নাম ===> জাহানাবাদ » সুনামগঞ্জ জেলার পূর্ব নাম ===> বনগাঁও » সিলেট জেলার পূর্ব নাম ===> জালালাবাদ » যশোর জেলার পূর্ব নাম ===> খিলাফাতাবাদ » বাগেরহাট জেলার পূর্ব নাম ===> খলিফাবাদ » ময়মনসিংহ জেলার পূর্ব নাম ===> নাসিরাবাদ » ফরিদপুর জেলার পূর্ব নাম ===> ফাতেহাবাদ » বরিশাল জেলার পূর্ব নাম ===> ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ » নোয়াখালী জেলার পূর্ব নাম ===> সুধারাম/ভুলুয়া » কুমিল্লা জেলার পূর্ব নাম ===> ত্রিপুরা » কুষ্টিয়া জেলার পূর্ব নাম ===> নদীয়া » ফেনী জেলার পূর্ব নাম ===> শমসের নগর » কক্সবাজার জেলার পূর্ব নাম ===> ফালকিং » জামালপুর জেলার পূর্ব নাম ===> সিংহজানী
- ইপিআর এর বর্তমান নাম হল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। - ২০১১ সালের ২৩ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইপিআর এর নাম পরিবর্তন করে বিজিবি রাখেন।
- ঢাকা জেলার পূর্ব নাম ===> জাহাঙ্গীরনগর - চট্টগ্রাম জেলার পূর্ব নাম ===> ইসলামাবাদ - খুলনা জেলার পূর্ব নাম ===> জাহানাবাদ - সিলেট জেলার পূর্ব নাম ===> জালালাবাদ - যশোর জেলার পূর্ব নাম ===> খিলাফাতাবাদ - বাগেরহাট জেলার পূর্ব নাম ===> খলিফাবাদ - ময়মনসিংহ জেলার পূর্ব নাম ===> নাসিরাবাদ - ফরিদপুর জেলার পূর্ব নাম ===> ফাতেহাবাদ
নিঝুম দ্বীপ বাংলাদেশের একটি ছোট্ট দ্বীপ। এটি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত। নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিলো চর-ওসমান, আবার কেউ কেউ একে ইছামতীর চরও বলত। বর্তমানে নিঝুমদ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বা বাল্লারচর বলেই সম্বোধন করে।
- ১৯৮২ সালের ৫ই অক্টোবর সরকারিভাবে রাজধানী ঢাকার ইংরেজি বানান 'Dacca' পরিবর্তন করে 'Dhaka' করা হয়। - বাংলা উচ্চারণের সাথে সামঞ্জস্য রেখে এই পরিবর্তনটি তৎকালীন এরশাদ সরকারের আমলে করা হয়েছিল। - পরবর্তীতে ১৯৮৮ সালে সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে এই পরিবর্তনটি সাংবিধানিক স্বীকৃতি পায়।
মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তাঁর পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ'র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে।
বরিশালের নামকরণ ও বরিশালের বিস্তারিত তথ্য নিম্নে দেয়া হলো - বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর,প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর,এটি বাংলাদেশ-এর একটি অন্যতম সুন্দর শহর,কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পুরাতন নাম চন্দ্রদ্বীপ,দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল,বরিশালে একটি নদীবন্দর রয়েছে যেটি দেশের অন্যতম প্রাচীন,দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর
নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালী সদর থানার আদি নাম সুধারাম। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরা-র পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়া-র উত্তর-পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসাবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ী ও চৌমুহনী হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। এই বিশাল নতুন খালকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় "নোয়া (নতুন) খাল" বলা হত, এর ফলে অঞ্চলটি একসময়ে লোকের মুখেমুখে পরিবর্তিত হয়ে "নোয়াখালী" হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করে।
✅চাকরি পরীক্ষার আপডেট ============================= ১। ২৩ তারিখের অফিসার জেনারেল পিছিয়ে ৩১ তারিখ বিকাল হবে ৩-৪টা।
✅ ১৯তারিখ থেকে ৫০তম বিসিএস ফুল মডলে টেস্ট ১০টি নেওয়া হবে।
✅প্রাইমারী, নিবন্ধন বা ১১তম-২০তম গ্রেডের যেকোনো চাকরি জন্য প্রশ্ন ব্যাংক লেগে থেকে শেষ করুন। অ্যাপ এর প্রশ্ন ব্যাংক থেকে ১০০% কমন আসবে। বাকি চাকরি পরীক্ষা জন্য ৭০%-৮০% কমন আসবে। আপনার চর্চার সময় আপনার ভুল প্রশ্ন, বুকমার্ক প্রশ্ন সব ডাটাবেজে জমা থাকে। মনে করুন বাংলা সাহিত্য ৪০০০ প্রশ্ন আছে, আপনি একবার ভালো করে পড়বেন, এর মধ্যে দেখবেন ৪০% প্রশ্ন আপনার জানা, যেগুলো কখনও ভুল হবে না, বাকি আছে ৬০%, এই প্রশ্নগুলো আলাদা বাটনে জমা হয়, যেগুলো আপনি ভুল করছেন, এখন এইগুলো ভালো করে রিভিশন দিন। এতে সহজে কম সময় প্রস্তুতি শেষ হবে। যারা একেবারে নতুন তারা জব শুলুশন্স বাটন দিয়ে শুরু করতে পারেন।
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। পরীক্ষা শুরুঃ ১৫ আগস্ট। মোট পরীক্ষাঃ ৫৮টি
✅ আপকামিং রুটিনঃ
- ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।