|
|
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংস্থা/দপ্তর হল মোট ১৩টি যথাঃ ১. বাংলাদেশ ট্যারিফ কমিশন ২. রপ্তানি উন্নয়ন ব্যুরো ৩. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫. যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মস্ নিবন্ধক ৬. আমদানি - রপ্তানি নিয়ন্ত্রণ অফিস ৭. বাংলাদেশ চা বোর্ড ৮. বাংলাদেশ ফরেন ট্রেড ইসস্টিটিউট ৯. বিজনেস প্রমোশন কাউন্সিল ১০. দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস্ অব বাংলাদেশ ১১. দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ডস্ অব বাংলাদেশ ১২. ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ১৩. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
|
|
| |
|
|
|
জাতীয় রাজস্ব বোর্ডঃ - জাতীয় রাজস্ব বোর্ড (জারাবো) রাজস্ব প্রশাসনের শীর্ষ সংস্থা। - এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনায় ১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং - ৭৬ দ্বারা গঠিত হয়েছে। - প্রশাসনিকভাবে জাতীয় রাজস্ব বোর্ড অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন একটি পরিচালিত হয়। - এর বর্তমান চেয়ারম্যান- জনাব মোঃ আবদুর রহমান খান। - এর স্লোগান 'উন্নয়নের অক্সিজেন রাজস্ব, - এর অনুবিভাগ ৩টি যথাঃ কাস্টমস, মুসক ও আয়কর - এর হেল্প লাইন ১৬৫৫৫।
|
|
| |
|
|
|
বাংলাদেশের প্রথম LNG টার্মিনাল মহেশখালীতে অবস্থিত। - এই টার্মিনালটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত। - এটি 18 আগস্ট, 2018 তারিখে চালু হয়। - এটি একটি ভাসমান স্টোরেজ এবং রি-গ্যাসিফিকেশন ইউনিট (FSRU)। - এই টার্মিনালের মাধ্যমে প্রতিদিন প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব। - বাস্তবায়নকারী সংস্থা: এটি পেট্রোবাংলার তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে।
|
|
| |
|
|
|
- বাংলাদেশে উৎপাদিত ওষুধ বিশ্বের ১৫৭টি দেশে রপ্তানি করা হয়। - দেশের মোট চাহিদার ৯৮ শতাংশ ওষুধ এখন দেশেই উৎপাদিত হয়। - বাংলাদেশ প্রথম সরকারিভাবে ওষুধ রপ্তানী করে শ্রীলংকায়। - সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে মিয়ানমারে।
|
|
| |
|
|
|
- ২০২৬ সালে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে স্থানীয় কোম্পানিগুলোর প্রতিযোগিতা বৃদ্ধিতে প্রথমবারের মতো শুল্ক নীতি প্রণয়ন করেছে বাংলাদেশ। - ২০২৩ সালের, ১০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় শুল্ক নীতিমালার গেজেট প্রকাশ করেছে।
|
|
| |
|
|
|
-এটি একটি জিও-স্টেশনারি স্যাটেলাইট বা ভূস্থির উপগ্রহ।
এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ।
|
|
| |
|
|
|
একটি ট্রেড ইউনিট হল পরিমাপের একটি একক যা কেনা বা বিক্রি করা পণ্য বা পরিষেবার পরিমাণ উপস্থাপন করতে ব্যবহৃত হয়, যা শ্রমের মূল্য এর সা সাথে সম্পর্কিত। তাই এটি শ্রমিক সংঘঠন হিসেবে ও অধিক পরিচিত।
|
|
| |
|
|
|
Local Consultant Group (2000). বাংলাদেশে নিযুক্ত ৩৯টি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক দেশ ও দাতাগোষ্ঠীদের জোট। বর্তমানে নির্বাহী সদস্য- ADB, Netherlands, Norway, USAID, UN & WB
|
|
| |
|
|
|
অর্থনৈতিক সমীক্ষা -২০২২ অনুসারেঃ - এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে; - ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে - জার্মানি।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সংস্থা/দপ্তর হল মোট ১৩টি যথাঃ ১. বাংলাদেশ ট্যারিফ কমিশন ২. রপ্তানি উন্নয়ন ব্যুরো ৩. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ৪. জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৫. যৌথ মূলধনী কোম্পানী ও ফার্মস্ নিবন্ধক ৬. আমদানি - রপ্তানি নিয়ন্ত্রণ অফিস ৭. বাংলাদেশ চা বোর্ড ৮. বাংলাদেশ ফরেন ট্রেড ইসস্টিটিউট ৯. বিজনেস প্রমোশন কাউন্সিল ১০. দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস্ অব বাংলাদেশ ১১. দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ডস্ অব বাংলাদেশ ১২. ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ১৩. বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন
|
|
| |
|
|
|
১, ২, ৫ টাকার কাগুজে ও ধাতব মুদ্রা এবং ১, ৫, ১০, ২৫, ৫০ পয়সার ধাতব মুদ্রা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে প্রবর্তিত হয়। সরকারি নোটে অর্থ সচিবের সাক্ষর থাকে।
|
|
| |
|
|
|
বাংলাদেশের সরকারি মুদ্রা হলো ৩টি ১, ২ ও ৫ টাকার নোট।
অর্থ সচিবের স্বাক্ষরযুক্ত অর্থমন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত নোটকে সরকারি মুদ্রা বলে। অপরদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্ননের স্বাক্ষরযুক্ত বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ব্যাংক নোট হিসেবে পরিচিত।
১৯৭২ সালে বাংলাদেশ কয়েনেজ অর্ডার জারির মাধ্যমে ১ টাকার নোটকে সরকারি মুদ্রা ঘোষণা করা হয়।
এরপর দীর্ঘ ১৭ বছর পর ১৯৮৯ সালে বাংলাদেশ কয়েনেজ অর্ডার ১৯৭২ সংশোধন করে ২ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তর করা হয়।
এরপর ২০১৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ কয়েনেজ অ্যাক্ট, ২০১৫ পাশের মাধ্যমে ৫ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তর করা হয়।
বাংলাদেশ ব্যাংক নোট হলো ১০, ২০, ৫০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।
|
|
| |
|
|
|
| |
|
|
|
এবি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড বাংলাদেশ এর প্রথম বেসরকারি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৮২ সালের ১২ এপ্রিল। অর্থনৈতিক সমীক্ষা - ২০২২ অনুসারেঃ - রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকঃ ৬টি - বিশেষায়িত ব্যাংকঃ ৩টি - বেসরকারি বাণিজ্যিক ব্যাংকঃ ৪৩টি - বৈদাশিক ব্যাংকঃ ৯টি
|
|
| |
|
|
|
- বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা: ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক অর্ডার (১২৭ নং আদেশ) অনুযায়ী, সাবেক স্টেট ব্যাংক অব পাকিস্তানের সকল দায়-দায়িত্ব নিয়ে ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। - এটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে কাজ করে।
বাংলাদেশ ব্যাংকের কাজ: - মুদ্রার গতিবিধি প্রক্ষেপণ এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা। - সরকারি ও বেসরকারি ঋণের যোগান ধার্য করা। - মুদ্রানীতি ঘোষণা করা। - বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করা। - নিকাশ ঘরের দায়িত্ব পালন করা।
|
|
| |
|
|
|
ইউরোপে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের বাংলাদেশের অবস্থান- ৩য়।
যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৮ দেশে সেই বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে।
|
|
| |
|
|
|
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(BIDA) নিয়ন্ত্রক প্রধানমন্ত্রী
প্রতিষ্ঠিত হয়-৩০ আগস্ট,২০১৬ সালে
কার্যালয়- আগারগাঁও,ঢাকা
|
|
| |
|
|
|
১৯৮০ সালে যুক্তরাজ্যের সাথে প্রথম দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ উন্নয়ন ও সংরক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ বিনিয়োগ বর্ষ ঘোষণা করা হয়েছিলো -১৯৯৭ সালে।
|
|
| |
|
|
|
পণ্যের হিসেবে বাংলাদেশ বেশি আমদানি করে ভারত থেকে। টাকার অংকে সর্বাধিক পণ্য আমদানি করে চীন থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাষ্ট্র থেকে
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ৪৩.৭ বিলিয়ন মার্কিন ডলার ও আমদানি ব্যয় ৭১.৪১ বিলিয়ন মার্কিন ডলার
|
|
| |
|
|
|
বাজার স্থিতিশীল করার জন্য পণ্যদ্রব্য বা সংরক্ষণ করে রাখার কৌশলকে বলা হয় বাফার স্টক। অর্থনীতিতে যখন রাজস্ব ঘাটতি থাকে না, অর্থাৎ রাজস্ব উদ্বৃত্ত থাকে, তখন পণ্যদ্রব্য কেনা হয়। অর্থনৈতিক সংকট দেখা দিলে এই পণ্যদ্রব্য বিক্রি করে ফেলা হয়। এটাই হলো বাফার স্টক।
|
|
| |
|
|
|
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সরকারের একটি সংস্থা।
|
|
| |
|
|
|
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি
বিশ্বের অন্য কোন দেশের সঙ্গে করা এটাই বাংলাদেশের প্রথম অগ্রাধিকার বাণিজ্য চুক্তি বা পিটিএ। ভূটানের সঙ্গে বাংলাদেশের এই চুক্তি হওয়ায় বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত সুবিধা পাবে আর ভূটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধা পাবে।
|
|
| |
|
|
|
বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলা বেনাপোল ভারতীয় পেট্রাপোল স্থলবন্দরের সাথে সংযুক্ত এটি চালু হওয়ার ঘোষণা করা হয় ১২ জানুয়ারি ২০০২ ভারতের বাংলা প্রদেশের কৃষ্ণনগর স্থলবন্দরের সাথে সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর। সিলেটের তামাবিল এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থুলবন্দর যথাক্রমে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এবং পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দরের সাথে সংযুক্ত।
|
|
| |
|
|
|
২০০৮ সালে ডেনমার্কে অত্যাধুনিক কন্টেইনার জাহাজ 'স্টেলা মারিস' রপ্তানির মাধ্যমে বাংলাদেশের জন্য জাহাজ রফতানির স্বর্ণদ্বার উন্মোচন করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড শ্লিপওয়েজ লিমিটেড। এবার বাংলাদেশে তৈরি সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ 'এমভি আনসু' আনুষ্ঠানিকভাবে জার্মানিতে রপ্তানি করা হয়েছে।
|
|
| |
|
|
|
২০১৯-২০২০ অর্থ বছরে বাংলাদেশ মোট ১৮২০.৪৭ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স আহরণ করে যা পূর্ববর্তী বছরের তুলনায় শতকরা ১০.৯ ভাগ বেশি। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৪০১.৫১ কোটি ডলার। সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ২৪৭.২২ কোটি ডলার
|
|
| |
|
|
|
২০২০ সালের ১ জুলাই থেকে চীন তার দেশে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছে।
|
|
| |
|
|
|
ট্যারিফ কমিশন পাকিস্তান ট্যারিফ কমিশনের পূর্ব পাকিস্তান শাখার উত্তরবর্তী। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নতুন নাম হয় ট্যারিফ কমিশন। বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮ জুলাই ১৯৭৩ তারিখের সিদ্ধান্তবলে উক্ত মন্ত্রণালয়ের একটি অধীনস্থ অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে। সূত্রঃ ট্যারিফ কমিশন ওয়েবসাইট।
|
|
| |
|
|
|
“জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর” বানিজ্য মন্ত্রনালয়ের অধীন একটি সংস্থা। ৬ এপ্রিল, ২০০৯ সাল থেকে এটি যাত্রা শুরু করে।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
| |
|