Solution
Correct Answer: Option B
- মুর্তজা বশীর (১৯৩২-২০২০) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী, ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী, লেখক, গবেষক এবং মুদ্রাতত্ত্ববিদ।
- তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন।
- তার পিতা ছিলেন বিখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ।
- মুর্তজা বশীর বাংলাদেশের চিত্রকলার জগতে "বিমূর্ত বাস্তবতা" (Abstract Realism) ধারার প্রবর্তক হিসেবে পরিচিত।
- তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে "দেয়াল", "শহীদ শিরোনাম", "পাখা", এবং "রক্তাক্ত ২১শে"।