Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
শিল্প (149 টি প্রশ্ন )

- মুর্তজা বশীর (১৯৩২-২০২০) ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী, ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী, লেখক, গবেষক এবং মুদ্রাতত্ত্ববিদ।
- তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ১৫ আগস্ট মৃত্যুবরণ করেন।
- তার পিতা ছিলেন বিখ্যাত ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ।
- মুর্তজা বশীর বাংলাদেশের চিত্রকলার জগতে "বিমূর্ত বাস্তবতা" (Abstract Realism) ধারার প্রবর্তক হিসেবে পরিচিত।
- তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে "দেয়াল", "শহীদ শিরোনাম", "পাখা", এবং "রক্তাক্ত ২১শে"।
- বাংলাদেশে পাটকে "সবুজ সোনা" বলা হয়। এটি দেশের অন্যতম প্রধান অর্থকরী ফসল এবং ঐতিহ্যবাহী শিল্প।
- পাটের গাছ সবুজ রঙের এবং এর আঁশকে সোনার মতো মূল্যবান মনে করা হয়, তাই একে "সবুজ সোনা" বলা হয়।
- পাটের গুরুত্ব শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, এটি পরিবেশবান্ধব এবং বহুমুখী ব্যবহারের জন্যও বিখ্যাত।
- পাট একসময় বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য ছিল।
- এটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস।
- শাহজালাল সার কারখানা হল বাংলাদেশের অন্যতম বৃহত সার কারখানা। এটা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় এনজিএফএফে অবস্থিত।
- এই প্রকল্পটি চীন সরকারের সহযোগিতায় প্রায় ৩ হাজার ৯৮৬ কোটি টাকা বৈদেশিক ঋণসহ মোট ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।
- এর বার্ষিক ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা ৫,৮০,৮০০ এমটি।
- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।
- বাংলাদেশের জাতীয় (রাষ্ট্রীয়) প্রতীক ভাসমান শাপলার দু'পাশে ধানের শীষ, শাপলার ওপরে তিনটি পরস্পর যুক্ত পাট পাতা, পাতাগুলোর দু'পাশে দুটি করে মোট চারটি তারকা।
- চারটি তারকা চিহ্ন দিয়ে বাংলাদেশের সংবিধানে চারটি মূলনীতি নির্দেশ করা হয়েছে।
- আর পানি, ধান ও পার্ট দ্বারা বাংলাদেশের প্রকৃতি ও অর্থনীতিকে বুঝানো হয়েছে।
- রাষ্ট্রীয় এ প্রতীকটির ডিজাইন করে মোহাম্মদ ইদ্রিস ও শামসুল আলম।
- আর পুরো প্রতীক তৈরির কাজের তত্ত্বাবধান করেন পটুয়া কামরুল হাসান।
- ২৮ ফেব্রুয়ারি, ১৯৭২ সালে মন্ত্রিপরিষদ সভায় জাতীয় প্রতীক অনুমোদন করা হয়।

- জয়নুল আবেদীন বাংলাদেশের একজন বিখ্যাত আধুনিক শিল্পী ছিলেন।
- তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার শিল্পকর্মের জন্য বিশেষভাবে পরিচিত।
- ১৯৫৬ সালে আঁকা "স্ট্রাগল (সংগ্রাম)" চিত্রকর্মটি জয়নুল আবেদীন এর।
• বর্তমানে বাংলাদেশে সরকারি কাগজকল- ৬টি।
• সর্বপ্রথম কাগজ কল স্থাপন করা হয় কর্ণফুলী পেপার মিল- ১৯৫৩ সালে।
• কাগজ তৈরির সর্বশেষ উদ্ভাবিত উপাদান- সবুজ পাট।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- ফুলবাড়ী কয়লা খনি দিনাজপুরে অবস্থিত।
-  বি.এইচ.পি মিনারেলস এই খনি ১৯৯৭ সালে আবিস্কার করে। 
- এর গভীরতা ১৫০-২৪০ মিটার। 
- কয়লা মজুদের পরিমাণ ৩৮৭ মেট্রিক টন। 
- বাংলাদেশ প্রায় ৩০টি দেশে পোশাক রপ্তানি করে, তবে রপ্তানি মূলত যুক্তরাষ্ট্র ও ইইউ-এর বাজারে কেন্দ্রীভূত যা এই শিল্পের বড় দূর্বলতা। অর্থাৎ মোট রপ্তানির ৯০%-এর অধিক যুক্তরাষ্ট্র ও ইইউ বাজারে বিক্রি হয়।
- জামলাপুরে শেখ হাসিনা নকশী পল্লীসহ ছয় প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
- প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৬৫০ কোটি ৭৬ লাখ টাকা। এর পুরো অর্থায়ন সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে।
- দেশের নকশী শিল্পী ও শিল্প পুনর্বাসনে জামালপুরে ৩০০ একর জমিতে নির্মাণ করা হবে শেখ হাসিনা নকশী পল্লী। এতে ব্যয় ধরা হয়েছে ৭২২ কোটি টাকা।
- নানা প্রতিকূলতা ও পুনর্বাসনের অভাবে হারিয়ে যাচ্ছে দেশের এই ঐতিহ্যবাহী শিল্পী ও শিল্প।তাই ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব শিল্পীদের একই ছাদের নিচে আনার উদ্যোগ নেয়া হয়েছে।
- শাহজালাল সার কারখানা হল বাংলাদেশের অন্যতম বৃহত সার কারখানা। এটা সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় এনজিএফএফে অবস্থিত।
- এই প্রকল্পটি চীন সরকারের সহযোগিতায় প্রায় ৩ হাজার ৯৮৬ কোটি টাকা বৈদেশিক ঋণসহ মোট ৫ হাজার ৪০৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়।
- এর বার্ষিক ইউরিয়া সার উৎপাদন ক্ষমতা ৫,৮০,৮০০ এমটি।
- ইতালি সরকারের উপহার পাওয়া বজরা নিয়ে চিত্রা নদীতে শিশুদের ছবি আঁকার ক্লাস নিতেন এসএম সুলতান।
- স্মৃতি কমপ্লেক্সের সীমানার বাইরে চিত্রা নদীর পাড়েই রাখা আছে সুলতানের সেই বিখ্যাত বজরা, তিনি যার নাম দেন 'শিশু স্বর্গ'।
- ‘দুর্ভিক্ষের চিত্রমালা' শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি বিখ্যাত চিত্রকর্ম ।
- এটি তেতাল্লিশের মন্বন্তর উপর ভিত্তি করে অঙ্কন করেন।
- এছাড়াও তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে- মনপুরা-৭০, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি।

- ১৯৩৩ সালে নর্থ বেঙ্গল চিনি কলটি মেসার্স সুরুজমাল ও নাগরমাল নামক প্রতিষ্ঠানের ব্যক্তি মালিকানায় স্থাপিত হয়, পরবর্তীতে ১৯৬৫ সালে তা রাষ্ট্রীয় মালিকানায় আসে।
- স্বাধীনতা লাভের পর, ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।
- এটি বাংলাদেশের প্রথম চিনিকল।
- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) সাবেক মহাব্যবস্থাপক ড. মুহম্মদ রবিউল আলম সবুজ পাট ব্যবহার করে উন্নতমানের পণ্য উৎপাদনের সূত্র উদ্ভাবন করেছেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৩৯তম বাংলাদেশ কেমিক্যাল কংগ্রেসে ড. মুহম্মদ রবিউল আলম সবুজ পাট ব্যবহারের উপরে তার উদ্ভাবিত সূত্র উপস্থাপন করেন।
- ড. রবিউল তার উদ্ভাবিত সূত্র প্রয়োগের মাধ্যমে সনাতন পদ্ধতিতে পাট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও পাটের ব্যবহারের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে সোনালী আঁশ দিয়ে নিম্নমানের জুট কাটিংস উৎপাদনের পরিবর্তে কিভাবে উন্নত গুণসম্পন্ন পাট, কাগজ ও ব্লেন্ডেড তুলা উৎপাদন করা সম্ভব হবে, সেটা দেখিয়েছেন। দেশে কাগজ শিল্পের জন্য কাঁচামালের যে ঘাটতি আছে, সেটাও এর মাধ্যমে পূরণ সম্ভব হবে।
- বাংলাদেশের তৈরি পোশাক শিল্প-এ নারী শ্রমিকের নিয়োগ পূর্বে প্রায় ৮০ শতাংশ হলেও বর্তমানে তা ৫৮ শতাংশের বেশি নয় বলে ২০১৭ সালে মোট ৩৫০০টি কারখানার উপর পরিচালিত        ব্র্যাক ইউনিভাসির্টির সেন্টার ফর অন্টারপ্রেনারশিপ ডেভলপমেন্ট বিভাগের একটি গবেষনায় উঠে এসেছে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- দেশ গার্মেন্টসের কর্ণধার ছিলেন মোহাম্মদ নুরুল কাদের।
- মোহাম্মদ রিয়াজউদ্দিন(রিয়াজ গার্মেন্টস ) প্রথম পোশাক রপ্তানি করলেও প্রথম শতভাগ রপ্তানিমুখী পোশাক কারখানা গড়েছিলেন মোহাম্মদ নূরুল কাদের।
- কোরিয়ার দাইয়ু করপোরেশনের সঙ্গে মিলে গড়ে তোলেন দেশের প্রথম তৈরি পোশাক রপ্তানির কারখানা দেশ গার্মেন্টস।
- অবশ্য কারখানা শুরুর আগে ১৩০ জন কর্মকর্তা-কর্মচারীকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে গিয়ে ছয় মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। পরে যাঁদের অনেকেই হয়েছিলেন কারখানার মালিক।
- তাই বলা যায় পোশাক খাতের ভিত তৈরি করেছিল দেশ গার্মেন্টস।
- বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বা বিএসইসি হচ্ছে বাংলাদেশের সরকারি মালিকানাধীন একটি সংগঠন।
- এটা ১৯৭৬ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়।
• বাংলাদেশের সবচেয়ে বশি পাট উৎপন্ন হয় : রংপুর
• শ্রেষ্ঠ পাট বলয় অঞ্চল : ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা।
• মেশতা এক জাতীয় : পাট।
• জুটন আবিস্কার করেন : ডঃ সিদ্দিকুল্লাহ।
• পাটের জীবন রহস্য উম্নোচন করেন : মাকসুদুল আলম।
• দেশের পাটের প্রধান বানিজ্য কেন্দ্র : নারায়ণগঞ্জ।
১৯৮০ সালে সংসদ প্রণীত একটি আইনের ভিত্তিতে বাংলাদেশের প্রথম ইপিজেড ১৯৮৩ সালে চট্টগ্রামের হালিশহরে স্থাপিত হয়।
- বাংলাদেশে বর্তমানে ৯টি সরকারি EPZ রয়েছে। এছাড়াও বাংলাদেশে ২টি বেসরকারি EPZ রয়েছে।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ হলো উত্তরা EPZ, এটি নীলফামারীতে অবস্থিত।
- EPZ নিয়ন্ত্রণকারী সংস্থার নাম Bangladesh Export Processing Zone Authority (BEPZA)।
- সর্বশেষ ৯ম ইপিজেট পটুয়াখালী। 
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র অবস্থিত। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর এ কেন্দ্রটি উদ্বোধন করা হয়। এটি অনলাইনে চা নিলাম পরিচালনা করে। অন্য দুটি হল চট্টগ্রামে এবং শ্রীমঙ্গলে।
- বাংলাদেশে দীর্ঘদিন ধরে অলোচিত-সমালোচিত অ্যাকর্ড অধ্যায়ের সমাপ্তি ঘটে- ১ জুন, ২০২০। অ্যাকর্ড-রানা প্লাজা দুর্ঘটনার পর বাংলাদেশের পোশাক কারখানা সংস্কারের উদ্দেশ্যে গঠিত ইউরোপের ক্রেতাদের জোট।
- পোশাক খাতের সংস্কার তদারকিতে নতুন প্ল্যাটফর্মের নাম- RMG Sustainable Council (RSC)
- বাংলাদেশের তৈরি পোশাকের আমেরিকান ক্রেতাদের জোটের নাম- অ্যালায়েন্স।
সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড। চট্রগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত এ ইপিজেডটি ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে।
-বাংলাদেশের প্রথম ইপিজেড ‘চট্টগ্রাম ইপিজেড’ ১৯৮৩ সালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রতিষ্ঠিত হয়।
-খুলনার মংলা, পাবনার ঈশ্বরদী, কুমিল্লা, নীলফামারী জেলার সৈয়দপুরের উত্তরা, নারায়ণগঞ্জের আদমজী এবং চট্টগ্রামের কর্ণফুলীতেও ইপিজেড প্রতিষ্ঠিত হয়েছে

- মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় ১৯৭৩ সালে নির্মিত বাংলাদেশের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী।
- এটি গাজীপুর জেলার জয়দেবপুর চৌরাস্তায় অবস্থিত। এর স্থপতি আবদুর রাজ্জাক।

মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য :
★ জাতীয় স্মৃতিসৌধ: সাভার- সৈয়দ মঈনুল হোসেন
★ জাগ্রত চৌরঙ্গী: গাজীপুর চৌরাস্তা-আবদুর রাজ্জাক
★ বিজয়োল্লাস: আনোয়ার পাশা ভবন-শামীম শিকদার
★ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ: মিরপুর, ঢাকা- মোস্তফা হারুন কুদ্দুস
★ স্বাধীনতা: বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা- হামিদুজ্জামান খান
★ মুজিবনগর স্মৃতিসৌধ: মেহেরপুর- তানভীর কবীর
★ স্বোপার্জিত স্বাধীনতা: টিএসসি সড়ক দ্বীপ, ঢাবি- শামীম শিকদার
★ জয় বাংলা জয়তারুণ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়-আলাউদ্দিন বুলবুল
★ অপরাজেয় বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয়-আবদুল্লাহ খালেদ
★ সংশপ্তক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-হামিদুজ্জামান খান
★ মুক্ত বাংলা: ইসলামী বিশ্ববিদ্যালয়- রশিদ আহমেদ
★ সাবাস বাংলাদেশ : রাজশাহী বিশ্ববিদ্যালয়-নিতুন কুন্ডু
★ স্মারক ভাস্কর্য: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- মর্তুজা বশীর
★ চেতনা-৭১: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, সিলেট -মোহাম্মদ ইউসুফ
★ রক্তসোপান: রাজেন্দ্রপুর সেনানিবাস-গাজীপুর
★ বিজয়'৭১: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-খন্দকার বদরুল ইসলাম
★ কিংবদন্তী ৭১'এর গণহত্যা ও : মিরপুর, ঢাকা- হামিদুজ্জামান খান
★ মুক্তিযুদ্ধের প্রস্তুতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়-রাসা
★ দুর্জয় ভৈরব: ভৈরব, কিশোরগঞ্জ-
★ রক্তগৌরব: বদরগঞ্জ, রংপুর
★ বীরের প্রত্যাবর্তন: বাড্ডা, গুলশান-সুদীপ্ত
★ স্মরণ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সৈয়দ সাইফুল কবির। 

-রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত-সংকলন গীতবিতানের স্বদেশ অংশের প্রথম গান- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি'। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা কবিতাটি ২৫ লাইনের। এই কবিতার ১০ লাইনকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- ঝুঁকিহীন শিল্প হলো পর্যটন শিল্প। এ শিল্পের মাধ্যমে বিশ্বের সকল দেশের সাথে ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক গড়ে উঠে। পর্যটন শিল্প পরোক্ষভাবে জলবায়ুর উপর নির্ভরশীল।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 Foreign Direct Investment (FDI) একটি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি কোম্পানি বা ব্যক্তি দ্বারা করা বিনিয়োগকে বোঝায়। এফডিআই হল একটি বিদেশী কোম্পানিতে বিনিয়োগ, সম্পদ ক্রয় করা বা বিদেশে নতুন কোন শাখাঁ খোলা। 

এফডিআই হল উন্নয়নশীল দেশগুলির জন্য বাহ্যিক অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস, এবং এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করতে, কর্মসংস্থান সৃষ্টি করতে এবং প্রযুক্তি ও জ্ঞান হস্তান্তর করতে সাহায্য করতে পারে। এটি নতুন বাজার, সংস্থান এবং দক্ষতাগুলিতে অ্যাক্সেস সরবরাহ করতে পারে।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0