"তুলসী তলায় প্রদীপ জ্বলে।" বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
Solution
Correct Answer: Option D
- বাক্যে কর্তার প্রাধান্য রক্ষিত হলে তাকে কর্তৃবাচ্য বলে।
- কর্তৃবাচ্য সেই বাচ্য যেখানে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়।
- কর্মকর্তৃবাচ্য সেই বাচ্য যেখানে কর্তার উল্লেখ থাকে না এবং কর্ম বা বস্তুটি কর্তার মতো কাজ করে।
- এখানে "প্রদীপ" কর্তার মতো কাজ করছে, অর্থাৎ প্রদীপ নিজে থেকেই জ্বলছে বলে বোঝানো হয়েছে।
- বাক্যে কর্তার সরাসরি উল্লেখ নেই এবং ক্রিয়া (জ্বলে) কর্মের সঙ্গে সম্পর্কিত।
- তাই, এই বাক্যটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ।