উপসর্গ (323 টি প্রশ্ন )
‘স’ একটি বাংলা উপসর্গ। যা সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। যেমন- সলাজ (লাজের সঙ্গে), সরব, সঠিক, সজোর, সপাট।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
‘প্রতি’ উপসর্গটি সদৃশ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরূপ- প্রতিধ্বনি ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
বক্র অর্থে ‘আড়’- আড়চোখে, আড়নয়নে। আধা অর্থে- আড়মোড়া, আড়পাগলা। বিশিষ্ট অর্থে- আড়কোলা, আড়গড়া, আড়কাঠি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
অভাব অর্থে আ উপসর্গ যোগে গঠিত শব্দ: আকাঁড়া, আধোয়া, আলুনি।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-বাংলা ভাষার । 
-স, সা ছাড়াও বাংলাভাষায় মোট ২১ টি বাংলা উপসর্গ আছে। 
-তৎসম উপসর্গ আছে বিশটি। 
-আরো বিদেশি ভাষার বেশ কিছু উপসর্গ বাংলা ভাষা প্রচলিত আছে। 
-বাংলার চারটি উপসর্গ - আ, সু, বি, নি তৎসম বা সংস্কৃত শব্দেও পাওয়া যায়, তবে এর যে কোনোটি বাংলা শব্দের সাথে যুক্ত হলে সেটি বাংলা উপসর্গ এবং তৎসম শব্দের সাথে যুক্ত হলে সংস্কৃত উপসর্গ হবে।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সংস্কৃত উপসর্গ - প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, উপ, অধি, আ।

- ‘কদাকার’, ‘কদবেল’, ‘কদর্য’ শব্দগুলো নিন্দিত অর্থে বাংলা বা দেশি উপসর্গ ‘কদ’ যোগে গঠিত।
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে বলা হয় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ।
- বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।

লাজওয়াব শব্দের লা আরবি উপসর্গ । আরও কয়েকটি আরবি উপসর্গ হল - আম , খাস ,গর ইত্যাদি ।


ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে ,তাদের উপসর্গ বলে ।
- খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি ।
- তৎসম উপসর্গ বিশটি ।
- বাংলা ভাষায় বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোন সংখ্যা নেই ।আরবি,ফারসি ,ইংরেজি ,হিন্দি -এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে ।এদের সাথে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু রয়েছে ।দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গিয়েছে ।বেমালুম শব্দটিতে 'মালুম' আরবি শব্দ আর 'বে' ফারসি উপসর্গ ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
 ফারসি উপসর্গঃ কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
 যেমনঃ
 - 'না' যোগে 'নাবালিকা'
 - 'নিম; যোগে 'নিমরাজি'
 - 'কার' যোগ 'কারচুপি'

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
পরা উপসর্গটি অতিশয্য অর্থে ব্যবহ্নত হয়--পরাকাষ্ঠা,পরাক্রান্ত,পরাষণ ।
পরা উপসর্গটি বিপরীতার্থে ব্যবহ্নত হয়--পরাজয়,পরাভাব।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
উপসর্গ ৩ প্রকার। যথাঃ
- বাংলা উপসর্গ,
- তৎসম উপসর্গ এবং
- বিদেশী উপসর্গ।

- আব ও অনা হলো বাংলা উপসর্গ।


ফারসি: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম
আরবি: আল-, আব-, ইব-, ইন-, ইস-, তা-, তান-, তাহ-, তু-, ফা-, বিন-, মু-, মিন-
ইংরেজি: অ্যান্টি-, ডি-, ইন-, ইন্টার-, নন-, পোস্ট-, প্রি-, সাব-, সুপার-, ট্রান্স-
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ফারসি উপসর্গ- কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব্‌, কম্‌। 
আরবি উপসর্গ- আম, খাস, লা, গর্‌, বাজে, খয়ের ।
হিন্দি-উর্দু উপসর্গ- হর, হরেক।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
- বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গ এর সংখ্যা ২০ টি।তন্মধ্যে "বি " একটি। বি- উপসর্গটি বিশেষ রূপে ব্যবহৃত হয়।
- যেমন: বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান,বিবস্ত্র,বিশুষ্ক ইত্যাদি।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
বাংলা ভাষায় খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
১. তৎসম বা সংস্কৃত উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি; যথা- প্র, প্ররা, অপ, সম্‌, নি, অব, অনু, নির্‌, দুর্‌, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
 
২. খাঁটি বাংলা উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত খাঁটি বাংলা উপসর্গ একুশটি; যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়্‌, আন্‌, আব্‌, ইতি, উন্‌ (উনু, উনা), কদ্‌, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
 
৩. বিদেশী উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গের মধ্যে ফারসি ও ইংরেজি উপসর্গই বেশি দেখ যায়। কিছু উদাহরণ-
ফারসি উপসর্গের উদাহরণ- আম্‌, কার, খাস, সে (তিন), গর্‌, দর্‌, না (লা), নিম্‌, ফি, বর, ব, বদ্‌, বে, বাজে, হর্‌।
ইংরেজি উপসর্গের উদাহরণ- ফুল, সাব, হাফ, হেড।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ ২১ টি ।যথা -অ ,অঘা ,অজ ,অনা ,আ ,আড় ,আন ,আব ,ইতি ,ঊন (উনা ) ,কদ ,কু ,নি পাতি ,বি ,ভর ,রাম ,স,সা,সু,হা ।

বাংলা উপসর্গ সাধারণত বাংলা শব্দের পূর্বেই বসে । যেমন -অজ(বাংলা উপসর্গ )+পাড়াগাঁ (বাংলা শব্দ ) =অজপাড়াগাঁ ।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে ,তাদের উপসর্গ বলে ।
- খাঁটি বাংলা বা দেশি উপসর্গ একুশটি ।
- তৎসম উপসর্গ বিশটি ।
- বাংলা ভাষায় বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোন সংখ্যা নেই ।আরবি,ফারসি ,ইংরেজি ,হিন্দি -এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে ।এদের সাথে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু রয়েছে ।দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গিয়েছে ।বেমালুম শব্দটিতে 'মালুম' আরবি শব্দ আর 'বে' ফারসি উপসর্গ ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে, তাদের উপসর্গ বলে। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। যেমন:
পরি (উপসর্গ) + চালক = পরিচালক;
অ+জানা = অজানা।

বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা: বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ ও বিদেশি উপসর্গ।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
বাংলা উপসর্গ হিসেবে 'আ' এর ব্যবহারঃ আধোয়া, আকাঁড়া, আলুনি, আগাছা।
সংস্কৃত/তৎসম উপসর্গ হিসেবে 'আ' এর ব্যবহার ঃ আকণ্ঠ, আসমুদ্র, আভাস, আগমন।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
-বাংলা ভাষার উপসর্গ ৩ প্রকার । যথা 
-বাংলা , 
-তৎসম বা সংস্কৃত ও 
-বিদেশি উপসর্গ । 
-বাংলা উপসর্গ ২১ টি ও সংস্কৃত উপসর্গ ২০ টি ।
- বাংলা উপসর্গ ২১ টি হল - অ , অঘা , অজ ,অনা ,আ , আড় , আন , আব ,ইতি , উন , কদ ,কু ,নি পাতি , বি ভর , রাম স , সা সু ,হা ।অব , অতি ও পরি সংস্কৃত উপসর্গ ।

ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
ফারসি উপসর্গ- কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর ইত্যাদি।
আরবি উপসর্গ- আম, খাস, লা, গর্‌, বাজে, খয়ের।
ইংরেজি উপসর্গ- ফুল, হাফ, হেড, সাব।
হিন্দি/ উর্দু উপসর্গ- হর, হরেক।
ব্যাখ্যাসহ সব প্রশ্ন পেতে আমাদের অ্যাপ ব্যাবহার করুন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0