'বাঁশের কেল্লার' সামরিক প্রধান কে ছিলেন?

A মঈনুদ্দিন

B তিতুমীর

C সৈয়দ আহমদ

D মাসুম খাঁ

Solution

Correct Answer: Option D

তিতুমীরের সংগ্রাম:
- উনিশ শতকে ভারতবর্ষে মুসলিম সমাজে দুটি ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়। এর একটি ছিল ওয়াহাবি বা মুহাম্মদীয়া আন্দোলন, অপরটি ছিল ফরায়েজি আন্দোলন।
- উভয় আন্দোলনের উদ্দেশ্য ছিল: ধর্মীয় কুসংস্কার দূর করে মুসলিম সম্প্রদায়কে সঠিক পথে নির্দেশ করা।
- মুহাম্মদীয়া আন্দোলনের নেতৃত্ব দেন: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বারাসাত মহকুমার মীর নিসার আলী ওরফে তিতুমীর।
- তিতুমীরের নেতৃত্বে পরিচালিত ওয়াহাবি আন্দোলন ছিল: উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।

গুরুত্বপূর্ণ তথ্য:
• ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেন- তিতুমীর
• তিতুমীরের রাষ্ট্রের বা ‘বাঁশের কেল্লার’ সামরিক প্রধান ছিলেন- গোলাম মাসুম ওরফে মাসুম খাঁ
• তিতুমীরের ঘোষিত রাষ্ট্র- চব্বিশ পরগনা, নদীয়া ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে
• তিতুমীরের বিদ্রোহের অপর নাম- বারাসাত বিদ্রোহ
• তিতুমীরের রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন- মঈনুদ্দিন
• তিতুমীরের মুজাহিদ সংখ্যা ছিল- ৫০০০ জন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions