Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
গ্ণমাধ্যম (12 টি প্রশ্ন )
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার দেশ পরিচালনার দায়িত্ব পাবার পর ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের যাত্রা শুরু হয়েছিল।
- প্রথমে শুধু ১ ঘন্টার অনুষ্ঠান সম্প্রচার হতো। এরপর এই কেন্দ্রের অনুষ্ঠান ৩ ঘন্টায় উন্নীত করা হয়। বর্তমানে ১২ ঘন্টা।
- ১৯৯২ সালে বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশনের প্রবর্তন হ​য়। তখন এই দেশে দশটির মতো বিদেশী টেলিভিশন চ্যানেলের সম্প্রচার হত।
- বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, এটিএন বাংলা, ১৯৯৭ সালে যাত্রা শুরু করে।
- ১৯৯৯ সালে চ্যানেল আই সম্প্রচার শুরু করে।
- ২০১৮ সালে বিটিভি ওয়ার্ল্ড বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ব্যবহার করে সম্প্রচার শুরু করে।
- ২০১৯ সালের ২ সেপ্টেম্বরে ভারতের ডিডি ফ্রি ডিশে বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার শুরু করে।
তথ্য অধিদফতর (পিআইডি) হল তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকারে একটি অধিদফতর যা সরকারি বিভিন্ন সংবাদ এবং ছবি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সরবরাহের কাজ করে।

বাসস - Bangladesh Sangbad Sangstha => বি‌ডি নিউজ২৪ ডট কম - bdnews24.com => বাংলা নিউজ২৪ ডট কম - banglanews24.com => ইউএন‌বি - United News of Bangladesh. => ফোকাস বাংলা - Focusbangla. => বাংলার‌চোখ - Banglarchokh. => ইউএনএস - United News Service. => আবাস - Anandapatra Bangla Sangbad. => এনএন‌বি - News Network of Bangladesh. => বিএনএ - Bangladesh News Agency. => বিএনএস - Bangladesh News Service. => ইএনএ - Eastern News Agency.
১৯৭১ সালে স্বাধীনতার পর এপিপি ও পিপিআই ব্যুরো পরিত্যক্ত ঘোষিত হয় এবং এপিপি রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নামে রূপান্তরিত হয়। এটি ১৯৭২ সালের জানুয়ারি মাসে এক সরকারি আদেশবলে জাতীয় সংবাদ সংস্থা হিসেবে আবির্ভূত হয়।
বাংলাদেশের প্রথম কমিউনিটি রেডিও সেন্টার-- রেডিও পদ্মা। 2011 সালের 7 অক্টোবর এটি যাত্রা শুরু করে।
ইউএনবি প্রতিষ্ঠিত হয় 1988 সালে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস হচ্ছে বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে জানুয়ারি ১, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান-এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল।
১৯৮০ সালের ১ ডিসেম্বর তারিখে রামপুরা টিভি কেন্দ্র থেকে বাংলাদেশে প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয়। উল্লেখ্য , বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৯৬৪ সালের মার্চ মাসে প্রতিষ্ঠার উদ্যোগে নেয়া হয় এবং ২৫ ডিসেম্বর উদ্ধোধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের একটি বেসরকারি অনলাইন সংবাদ ওয়েবসাইট। ২০০৫ সালে ‘বিডিনিউজ’ নামে ওয়েবভিত্তিক বার্তা সংস্থা হিসেবে প্রথমে এটি যাত্রা শুরু করলেও ২০০৬ সালে ডটকম সংবাদ ওয়েবসাইট হিসেবে আত্মপ্রকাশ করে। বাংলাদেশের ইতিহাসের প্রথম অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ২৪.কম।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0