পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু কোনটি ?
Solution
Correct Answer: Option B
রুশ বিজ্ঞানী মেন্ডেলিফ ১৮৬৯ সালে সর্বপ্রথম মৌল সমূহের একটি বিশেষ তালিকা প্রকাশ করেন ,যা রসায়নে বিজ্ঞানে পর্যায় সারণি নামে খ্যাত ।পর্যায় সারণির সবচেয়ে হালকা ধাতু পর্যায়ক্রমে হাইড্রোজেন ,হিলিয়াম ।লিথিয়াম ,বেরিলিয়াম ।