'সে পরীক্ষার জন্য পড়ছে।' বাক্যটিতে অনুসর্গ কোথায় বসেছে?

A ক্রিয়ার পরে

B 'র' বিভক্তিযুক্ত শব্দের আগে

C অনুসর্গ নেই

D 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে

Solution

Correct Answer: Option D

- অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা 'কে' এবং 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।
যেমন-
- বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে)
- সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে)
- দিয়ে: তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার 'কে' বিভক্তিযুক্ত শব্দের পরে)।
- জন্যে: সে পরীক্ষার জন্য পড়ছে। (ষষ্ঠীর 'র' বিভক্তিযুক্ত শব্দের পরে)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions