মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের সম্পর্ক কী? 

A সমমুখী

B বিপরীতমুখী

C নিম্নমুখী

D উভয়মুখী

Solution

Correct Answer: Option B

- বস্তুত দামের ক্রমাগত বৃদ্ধিই হলো মুদ্রাস্ফীতি।
- A. W. Philips এর তথ্যমতে, মজুরি হারের সঙ্গে বেকারত্বের হারের বিপরীত সম্পর্ক রয়েছে, আবার মজুরির বৃদ্ধির হারের সঙ্গে মুদ্রাস্ফীতির হারের ধনাত্মক সম্পর্ক রয়েছে। মজুরি নীতি দ্বারা মুদ্রাস্ফীতি ও বেকারত্বের হার প্রভাবিত হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions