বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বুঝায়-

A ১২০১-১২৫০

B ১২০১-১২৭৫

C ১২৫০-১৩০০

D ১২০১-১৩৫০

Solution

Correct Answer: Option D

- বাংলা সাহিত্যের ইতিহাসে ১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে অন্ধকার যুগ বলে।
- ১২০৪ সালে বখতিয়ার খলজি কর্তৃক বাংলা দখলের ফলে সমাজে নানা ধরনের অস্থিরতার সৃষ্টি হওয়ার কারণে উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হতে পারেনি।
- তবে অনেক সাহিত্যিকের মতে, সে সময়ে বিশেষ কোনো সাহিত্য পাওয়া না গেলেও 'প্রাকৃতপৈঙ্গল', 'শূন্যপুরাণ' ও 'সেক শুভোদয়া' সাহিত্য রচিত হয়েছিল।
- যেহেতু দু'একটা গ্রন্থের উপর নির্ভর করে একটি সময়কে নির্ণয় করা দুষ্কর, তাই এ সময়কে অন্ধকার যুগ বলে।
- এছাড়া এ গ্রন্থগুলো একটিও বাংলা ভাষায় রচিত নয়।
- অথচ, যুগকে ভাগ করা হয়েছে বাংলা ভাষায় রচিত সাহিত্যের উপর নির্ভর করে।
- সুতরাং বাংলা সাহিত্যের অনুপস্থিতির জন্য এ সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions