'দি লিবারেশন অব বাংলাদেশ' গ্রন্থের রচয়িতা-
A মেজর রফিকুল ইসলাম
B মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
C কর্নেল সিদ্দিক সালিক
D জেনারেল অরোরা
Solution
Correct Answer: Option B
- মুক্তিযুদ্ধকালে ইস্টার্ন জোনের ভারতীয় সেনা কর্মকর্তা মেজর জেনারেল সুখওয়ান্ত সিংয়ের লেখা বই – ইন্ডিয়াস ওয়ারস সিন্স ইনডিপেনডেন্টস: দ্য লিবারেশন অব বাংলাদেশ (ভলিউম: ওয়ান)।
- ১৯৭৮ সালে প্রকাশিত এটি প্রকাশিত হয়।