|
|
- জাতীয় স্মৃতিসৌধ বা সম্মিলিত প্রয়াস ঢাকার সাভার উপজেলার নবীনগরে অবস্থিত। - স্মৃতিসৌধ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, ১৬ ডিসেম্বর, ১৯৮২ সালে। - উচ্চতা ১৫০ ফুট বা ৪৫.৭২ মিটার, ফলকের সংখ্যা ৭টি। - জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। - ১৬ ডিসেম্বর, ১৯৮২ হুসেইন মুহাম্মদ এরশাদ উদ্বোধন করেন।
|
|
| |
|
|
|
- সেতু নির্মাণ ছাড়াও পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের রয়েছে আরও নানা উদ্যোগ। যার মধ্যে একটি পদ্মা সেতু জাদুঘর। - সেতু এলাকা ও পদ্মা নদীর জীববৈচিত্র্যের নমুনা সংগ্রহ করে তৈরি করা হচ্ছে ব্যতিক্রমী এই জাদুঘর। - বর্তমানে মুন্সিগঞ্জের দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এ অস্থায়ীভাবে জাদুঘরটি রয়েছে। - ২০১৬ সালে পদ্মা সেতু জাদুঘর তৈরিতে প্রাণীর নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়। - বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অর্থায়ন ও তত্ত্বাবধানে জাদুঘরটি বাস্তবায়ন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ।
|
|
| |
|
|
|
- মোদের গরব বা আমাদের গর্ব হল বাংলাদেশের রাজধানী ঢাকার বাংলা একাডেমী ভবনের সামনে অবস্থিত একটি ভাস্কর্য।
- ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনের সময় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়।
- এই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদদের সম্মানে এই ভাস্কর্যটি তৈরী করা হয়।
|
|
| |
|
|
|
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহিদদের স্মরণে ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি এসএম গাফফারের সভাপতিত্বে প্রথম শহিদ মিনারটি রাজশাহী কলেজের সামনে স্থাপিত হয়। এর নকশাকার ছিলেন বদরুল আলম। - এটি উদ্বোধন করেন শহিদ শফিউরের পিতা মাহবুবুর রহমান। - বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারটি ঢাকা মেডিকেল কলেজ এর বহি প্রাঙ্গণে অবস্থিত। - ১৯৫৬ সালে এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং ১৯৫৭ সালে শিল্পী হামিদুর রহমান এটি নির্মাণ করেন। এর উচ্চতা ৪৬ ফুট। - ১৯৬৩ সালে শহিদ আবুল বরকতের মাতা হাসিনা বেগম উদ্বোধন করেন। - ১৯৭১ সালে যুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে গেলে ১৯৭২ সালে পুনর্নির্মাণ করা হয়।
|
|
| |
|
|
|
- শ্যামল চৌধুরী উল্লেখযোগ্য ১৭টি ভাস্কর্য তৈরি করেছেন। - তার মধ্যে অন্যতম হলো রাজু ভাস্কর্য, বিজয় ৭১ ও নজরুল ভাস্কর্য। - তাছাড়াও সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে ব্রোঞ্জের ভাস্কর্য, মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ব্রোঞ্জের ভাস্কর্যও তার তৈরি করা।
|
|
| |
|
|
|
মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপত্য ও ভাস্কর্য :
★ জাতীয় স্মৃতিসৌধ: সাভার- সৈয়দ মঈনুল হোসেন
★ জাগ্রত চৌরঙ্গী: গাজীপুর চৌরাস্তা-আবদুর রাজ্জাক
★ বিজয়োল্লাস: আনোয়ার পাশা ভবন-শামীম শিকদার
★ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ: মিরপুর, ঢাকা- মোস্তফা হারুন কুদ্দুস
★ স্বাধীনতা: বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা- হামিদুজ্জামান খান
★ মুজিবনগর স্মৃতিসৌধ: মেহেরপুর- তানভীর কবীর
★ স্বোপার্জিত স্বাধীনতা: টিএসসি সড়ক দ্বীপ, ঢাবি- শামীম শিকদার
★ জয় বাংলা জয়তারুণ্য: ঢাকা বিশ্ববিদ্যালয়-আলাউদ্দিন বুলবুল
★ অপরাজেয় বাংলা: ঢাকা বিশ্ববিদ্যালয়-আবদুল্লাহ খালেদ
★ সংশপ্তক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-হামিদুজ্জামান খান
★ মুক্ত বাংলা: ইসলামী বিশ্ববিদ্যালয়- রশিদ আহমেদ
★ সাবাস বাংলাদেশ : রাজশাহী বিশ্ববিদ্যালয়-নিতুন কুন্ডু
★ স্মারক ভাস্কর্য: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়- মর্তুজা বশীর
★ চেতনা-৭১: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, বিশ্ববিদ্যালয়, সিলেট -মোহাম্মদ ইউসুফ
★ রক্তসোপান: রাজেন্দ্রপুর সেনানিবাস-গাজীপুর
★ বিজয়'৭১: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-খন্দকার বদরুল ইসলাম
★ কিংবদন্তী ৭১'এর গণহত্যা ও : মিরপুর, ঢাকা- হামিদুজ্জামান খান
★ মুক্তিযুদ্ধের প্রস্তুতি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়-রাসা
★ দুর্জয় ভৈরব: ভৈরব, কিশোরগঞ্জ-
★ রক্তগৌরব: বদরগঞ্জ, রংপুর
★ বীরের প্রত্যাবর্তন: বাড্ডা, গুলশান-সুদীপ্ত
★ স্মরণ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-সৈয়দ সাইফুল কবির
|
|
| |
|
|
|
- বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারে মোট পাঁচটি স্তম্ভ রয়েছে। - মাঝখানের স্তম্ভটি সবচেয়ে উঁচু এবং উপরের অংশটি সামনের দিকে নোয়ানো। - স্তম্ভগুলোর মাঝ বরাবর একটি লাল রঙের একটি বৃত্ত, যা গোল আকৃতির লাল সূর্যকে নির্দেশ করে। - চিত্রশিল্পী হামিদুর রহমানকে বর্তমান শহীদ মিনারের কাঠামোর প্রবর্তক বা স্থপতি বলা হয়। - হামিদুর রহমানের নির্দেশনা অনুসারে নভেরা আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এটি বিনির্মাণ করা হয়েছে।
|
|
| |
|
|
|
♦ মুক্তবাংলা ➟ রশিদ আহমেদ ➟ ইসলামী বিশ্ববিদ্যালয় ♦ সোনার বাংলা ➟ শ্যামল চৌধুরি ➟ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ♦ জয় বাংলা ➟ হামিদুজ্জামান খান ➟ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় ♦ অদম্য বাংলা ➟ গোপাল চন্দ্র পাল ➟ খুলনা বিশ্ববিদ্যালয় ♦ দুর্বার বাংলা ➟ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ♦ দূরন্ত ➟ সুলতানুল ইসলাম ➟ শিশু একাডেমী, ঢাকা ♦ জাগ্রত চৌরঙ্গী ➟ আব্দুর রাজ্জাক ➟ জয়দেবপুর ♦ জাগ্রত বাঙালী ➟ রফিকুল ইসলাম শাহীন ➟ যশোর ♦ মিশুক ➟ মোস্তাফা মনোয়ার ➟ জাতীয় শিশু পার্কের সামনে ♦ কিংবদন্তী ➟ হামিদুজ্জামান খান ➟ মিরপুর, ঢাকা ♦ সংগ্রাম ➟ জয়নুল আবেদিন ➟ সোনারগাঁও, নারায়ণগঞ্জ ♦ অঙ্গীকার ➟ আব্দুল্লাহ খালেদ ➟ সাভার ♦ রক্তধারা ➟ চঞ্চল কর্মকার ➟ চাঁদপুর ♦ শপথ ➟ স্বপন আচার্য ➟ চাঁদপুর ♦ প্রত্যাশা ➟ মৃণাল হক ➟ ঢাকা ♦ বলাকা ➟ মৃণাল হক ➟ মতিঝিল
|
|
| |
|
|
|
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিহিসেবে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হলো মালদ্বীপের আদ্দু সিটিতে। - সার্ক সম্মেলনকে স্মরণীয় করে রাখতে আদ্দু সিটি করপোরেশনের উদ্যোগে ১০টি ভাস্কর্য তৈরির অংশ হিসেবে আদ্দুর হিথাদোতে বাংলাদেশের স্মৃতিসৌধের রেপ্লিকাটি স্থাপন করা হয়। - ইস্পাতের তৈরি ১১৯ কেজি ওজনের রেপ্লিকাটি দৈর্ঘ্যে ৯ ফুট ও প্রস্থে ৪ ফুট। - স্থপতি সৈয়দ মনিরুল হোসেনের নকশায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের আদলে ইস্পাতের রেপ্লিকাটি তৈরি করেন ভাষ্কর হামিদুজ্জামান খান।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
- বিজয় কেতন জাদুঘর বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেণ্টে অবস্থিত যা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা এবং বীরত্বসূচক খেতাবপ্রাপ্তদের স্মরণে নির্মিত। - ২০০০ সালের ২১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাদুঘরটি উদ্বোধন করেন।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
সিরাজগঞ্জের বাঘাবাড়িতে স্থাপিত বেসরকারি খাতের দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্র এটি। এটি আনা হয় মালয়েশিয়ার নাবুয়ান দ্বীপ হতে। উদ্বোধন করা হয় ৩ আগস্ট ১৯৯৯। অবস্থানঃ বাঘাবাড়ি ঘাটে করতোয়া ও বড়াল নদীর সংযোগ স্থলে অবস্থিত। উৎপাদন শুরুঃ ২৬ জুন ১৯৯৯। কেন্দ্রের আয়তন: ১১.৩৬ একর। ব্যবহ্রত জালানীর ধরন: প্রাকৃতিক গ্যাস।
|
|
| |
|
|
|
পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি ৪১টি স্প্যান নিয়ে গঠিত, প্রতিটি স্প্যান লম্বায় ১৫০.১২ মিটার (৪৯২.৫ ফুট) এবং চওড়ায় ২২.৫ মিটার (৭৪ ফুট)। সেতুটির মোট দৈর্ঘ্য ৬.১৫ কিমি (৩.৮২ মাইল)।
|
|
| |
|
|
|
-ঢাকার রায়েরবাজার এ ইটখোলায় নির্মিত বধ্যভূমি স্মৃতিসৌধ। এটির স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামি আল শাফি।
-ঢাকার পশ্চিমে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশেই এই স্মৃতিসৌধটি অবস্থিত । -১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের প্রখ্যাত সন্তানদের হত্যা করে এই স্থানে পরিত্যক্ত ইটের ভাটার পশ্চাতে ফোলে রাখা হয়েছিল।
-এই সকল সূর্য সন্তানদের স্মরণে ইটের ভাটার আদলে এই স্মৃতিসৌধ নির্মিত হয়।
|
|
| |
|
|
|
-যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেয়া হয় ১৯৪৯ সালে। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর এর কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
|
|
| |
|
|
|
-পাঁচ পীর বাংলায় পীরানী বিশ্বাসের বিবর্তনে এক তাৎপর্যপূর্ণ উত্তরণ -হিন্দু-মুসলিম নির্বিশেষে,
বিশেষ করে সমাজের নিম্নস্তরের জনগণ পাঁচ-পীরের বন্দনা করত
-পাঁচ পীর’বন্দনা কখন থেকে শুরু হয় তা সঠিক করে বলা কঠিন।
সোনারগাঁয়ের পাঁচ পীরের দরগাহ কখন প্রতিষ্ঠিত হয়েছিল তাও জানা যায় নি।
-এই পাঁচ পীর কারা তা নিশ্চিত করে বলা কঠিন।
-তবে একজন ‘গাজী মিয়া’র নাম সকল তালিকায় দেখা যায়।
-কিন্তু এই গাজী মিয়া কে তা সঠিক জানা যায় না। সাধারণত ধর্মযুদ্ধে মৃত্যু বরণকারীদের শহীদ
এবং ধর্মযুদ্ধে বিজয়ীদের বলা হয় গাজী
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া জাজিরা প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু '
- এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর,২০১৫ সালে ।
- এর দৈর্ঘ্য ৬.১৫ কি . মি এবং প্রস্থ ১৮.১০ মিটার ।
- এতে মোট পিলার আছে ৪২ টি এবং স্পেন আছে ৪১ টি ।
- এর সংযোগস্থল মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা।
- ভূমিকম্পের সহনীয় মাত্রা রিখটার স্কেল ৯
- এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ।
|
|
| |
|
|
|
'দুর্জয়' ভাস্কর্যটির হল শিল্পী মৃণাল হকের, এট রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য ভাস্কর্য: মতিঝিলের - ‘বলাকা’ এয়ারপোর্ট গোল চত্বরের - ভাস্কর্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে - ‘রত্নদ্বীপ’, হোটেল শেরাটনের সামনে - ‘রাজসিক’, পরীবাগ মোড়ে - ‘জননী ও গর্বিত বর্ণমালা’ ইত্যাদি।
|
|
| |
|
|
|
শ্যামল চৌধুরী উল্লেখযোগ্য ১৭টি ভাস্কর্য তৈরি করেছেন। তার মধ্যে অন্যতম হলো রাজু ভাস্কর্য, বিজয় ৭১ ও নজরুল ভাস্কর্য। তাছাড়াও সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে ব্রোঞ্জের ভাস্কর্য, মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার ব্রোঞ্জের ভাস্কর্যও তার তৈরি করা।
|
|
| |
|
|
|
| |
|
|
|
'স্বাধীনতার ডাক' ভাস্কর্যের স্থপতি রাশা। এর অবস্থান গণকবাড়ি, ঢাকায়। স্থপতি রাশার তৈরি অপর শিল্পকর্ম- হাস্যোজ্জ্বল বঙ্গবন্ধু এবং ৭১ এর গণহত্যা ও মুক্তিযুদ্ধ প্রস্তুতি।
|
|
| |
|
|
|
জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি ভাষা আন্দোলন ভিত্তিক। এটি অবস্থিত শাহবাগের পরীবাগে। এর ভাস্কর মৃণাল হক। উল্লেখযোগ্য ভাস্কর্য: মতিঝিলের - ‘বলাকা’ এয়ারপোর্ট গোল চত্বরের - ভাস্কর্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে - ‘রত্নদ্বীপ’, হোটেল শেরাটনের সামনে - ‘রাজসিক’, সাতরাস্তায় - ‘ময়ূর’, নৌ সদর দপ্তরের সামনে - ‘অতলান্তিকে বসতি’ ইত্যাদি।
|
|
| |
|
|
|
| |
|
|
|
১৪ সেপ্টেম্বর, ২০২০ তুরস্কের রাজধানী আঙ্কারায় নবনির্মিত বাংলাদেশ দ্রতাবাসে কমপ্লেক্স উদ্ভধোন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের ফলক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মুর্তি ও ভাষা শহীদের স্মরণে শহীদ মিনার স্থাপন করা হয়।
|
|
| |
|
|
|
স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর শামীম শিকদারের নির্মিত একটি ভাস্কর্য, যা ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি সড়কদ্বীপে অবস্থিত।
- অপরাজেয় বাংলা ভাস্কর্যে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে।
- সাবাশ বাংলাদেশ ভাস্কর্য অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন আহমদ সিনেট ভবন চত্বরে।
|
|
| |
|
|
|
ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম ‘বিজয় কেতন’।
এর মূল ফটকে অবস্থিত ভাস্কর্যটির নামও ‘বিজয় কেতন’।
এই ভাস্কর্যটিতে রয়েছে সাতজন মুক্তিযোদ্ধার মূর্তি; এদের একজন হলেন বাংলাদেশের পতাকাবাহী নারী।
এটি প্রতিষ্ঠিত হয় ২০০০ সালে।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
সিরাজগঞ্জের বাঘাবাড়িতে স্থাপিত বেসরকারি খাতের দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্র এটি। এটি আনা হয় মালয়েশিয়ার নাবুয়ান দ্বীপ হতে। উদ্বোধন করা হয় ৩ আগস্ট ১৯৯৯।
|
|
| |
|