কোব বাক্য 'ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড়' প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে?

A ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কাজে লেগে যাও

B ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বল

C ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, কি খাবে বল

D ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় করে কি লাভ, নিজের পায়ে দাঁড়াও

Solution

Correct Answer: Option B

ঢাক্‌ ঢাক্‌ গুড় গুড় এর অর্থ গোপন রাখার চেষ্টা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions