'সাত ঘাটের কানাকড়ি' প্রবাদ প্রবচনটির অর্থ কি?
A কপট মমতা
B বড় ধরনের ক্ষতি করা
C ঘোর শত্রুতা
D অকিঞ্চিৎকর সংগ্রহ
Solution
Correct Answer: Option D
সাত ঘাটের কানাকড়ি = দীর্ঘ ভ্রমণে প্রাপ্ত অভিজ্ঞতা যা কিঞ্চিৎ নয়। অর্থ্যাৎ অকিঞ্চিৎকর।
উল্লেখ্য, 'সাত ঘাটের কানাকড়ি' নাটকের রচয়িতা হলেন মমতাজউদ্দিন আহমেদ।