কোন শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে?
Solution
Correct Answer: Option B
- মানুষের শ্রবণসীমা ২০ হার্জ থেকে ২০,০০০ হার্জ কম্পাংক পর্যন্ত বিস্তৃত, তবে ব্যক্তিভেদে এর ব্যাপক বৈচিত্র্য দেখা যায়।
- সাধারণ সাউন্ড সিস্টেম স্পিকারগুলিতে উৎপন্ন শব্দের কম্পাংক সীমা ২০ হার্জ থেকে ২০ কিলোহার্জ।
- কোনো শব্দ শোনার পর ০.১ সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কের থেকে যায়।