বাংলাদেশ কততম দেশ হিসেবে নাসার সঙ্গে 'আর্টেমিস চুক্তি' সই করেছে?

A ৫০তম

B ৫২তম

C ৫৪তম

D ৫৬তম

Solution

Correct Answer: Option C

- ২০২৫ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত এক বিনিয়োগ সম্মেলনে (Investor Summit) বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে নাসার নেতৃত্বাধীন ‘আর্টেমিস চুক্তি’ (Artemis Accords) স্বাক্ষর করে।
- এর মাধ্যমে বাংলাদেশ এই চুক্তিতে স্বাক্ষরকারী বিশ্বের ৫৪তম দেশ হিসেবে যুক্ত হয়।
- বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- এই চুক্তির লক্ষ্য হলো মহাকাশের শান্তিপূর্ণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা এবং মহাকাশ গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।

(সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট প্রেস রিলিজ ও নিউজ অন এয়ার)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions