প্রথম বাংলাদেশি হিসেবে 'অন্নপূর্ণা-০১' শৃঙ্গ জয় করেন কে?
Solution
Correct Answer: Option C
- প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-০১ শৃঙ্গ জয় করেন ডা. বাবর আলী।
- ২০২৫ সালের ৭ এপ্রিল তিনি হিমালয়ের এই বিপজ্জনক এবং বিশ্বের দশম সর্বোচ্চ শৃঙ্গ (৮,০৯১ মিটার) আরোহণ করেন।
- পেশায় চিকিৎসক এবং চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব "ভার্টিক্যাল ড্রিমার্স"-এর অন্যতম প্রতিষ্ঠাতা বাবর আলী এর আগে এভারেস্ট এবং লোৎসে শৃঙ্গও জয় করেছেন।
- অন্নপূর্ণা-০১ শৃঙ্গ তার দুঃসাহসিক অভিযানের আরেকটি মাইলফলক, যা বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করেছে।