'একাহারী' নিচের কোনটির এক কথায় প্রকাশ?

A একা হরণ করতে যায় যে

B একবার হরণ করে

C একা আহার করে যে

D দিনে যে একবার আহার করে

Solution

Correct Answer: Option D

কিছু গুরত্বপূর্ণ বাক্য সংকোচন: 
• চক্ষুর সম্মুখে সংঘটিত - চাক্ষুষ।
• জীবিত থেকেও যে মৃত- জীবন্মৃত।
• তল স্পর্শ করা যায় না যার- অতলস্পর্শী।
• দিনে যে একবার আহার করে - একাহারী
• নষ্ট হওয়াই স্বভাব যার - নশ্বর।
• নদী মেঘলা যে দেশের - নদীমেঘলা
• নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে- নাবিক।
• পা থেকে মাথা পর্যন্ত- আপাদমস্তক।
• ফল পাকলে যে গাছ মরে যায় - ওষধি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions