উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম?

A বর্ণভিত্তিক

B চিত্রভিত্তিক

C উভয়ই

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option B

- অপারেটিং সিস্টেম হল কম্পিউটার পরিচালনার মূল সফটওয়্যার।
- এটি দুই ধরনের হয়:

১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম:
- এগুলো টেক্সট বা লেখার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
উদাহরণ:
- Linux
- Unix
- MS-DOS
- PC DOS
- CP/M

২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম:
- এগুলো গ্রাফিক্স বা ছবির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
উদাহরণ:
- Windows 95/98/Xp/2000/7
- Mac OS

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions