Solution
Correct Answer: Option B
- অপারেটিং সিস্টেম হল কম্পিউটার পরিচালনার মূল সফটওয়্যার।
- এটি দুই ধরনের হয়:
১। বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম:
- এগুলো টেক্সট বা লেখার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
উদাহরণ:
- Linux
- Unix
- MS-DOS
- PC DOS
- CP/M
২। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম:
- এগুলো গ্রাফিক্স বা ছবির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।
উদাহরণ:
- Windows 95/98/Xp/2000/7
- Mac OS