বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি ?

A আলালের ঘরের দুলাল

B হুতোম প্যাঁচার নক্সা

C দুর্গেশনন্দিনী

D নৌকাডুবি

Solution

Correct Answer: Option C

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী ' ।
- তিনি ১৮৬২ সালে উপন্যাসটি রচনা শুরু করেন এবং ১৮৬৩ সালে খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনকালে রচনা শেষ করেন।
- উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৮৬৫ সালে ।
- ষোড়শ শতাব্দীর শেষ পর্যায়ে উরিশা অধিকার নিয়ে মোঘল ও পাঠানদের মধ্যে যে সংগ্রামের সূচনা হয়েছিল, তারই পটভূমিকা এ উপন্যাসের উপজীব্য ।
- দুর্গেশনন্দিনী অর্থ দুর্গ প্রধানের কন্যা ।
- এ উপন্যাসের প্রতিক্রিয়ায় ইসমাইল হোসেন সিরাজী 'রায়নন্দিনী 'উপন্যাস লিখেন ।

প্যারীচাঁদ মিত্র রচিত 'আলালের ঘরের দুলাল ' বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ।
- এটি ইংরেজিতে Spoiled Child নামে অনূদিত হয় ।
- এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস ,যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক' পত্রিকায় লিখতেন ।
- এটি কথ্য ভাষায় লিখিত যা 'আলালি ভাষা ' নামে পরিচিত ।
- এ জন্য তাঁকে 'বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ ' বলা হয় ।

কালীপ্রসন্ন সিংহ রচিত 'হুতোম প্যাঁচার নকশা' একটি রম্য রচনা । তিনি গ্রন্থটি পণ্ডিতী ভাষার পরিবর্তে কথ্য ভাষায় রচনা করেন। তাঁর রচনার এ রীতিকে 'হুতোমি বাংলা ' বলে।

রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাস ,নৌকাডুবি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions