উপমহাদেশ বিভক্তির সময় ভারতবর্ষের ভাইসরয় কে ছিলেন ?
Solution
Correct Answer: Option C
৩ জুন ,১৯৪৭ সালে ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরস লর্ড মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা ঘোষণা করেন .
- ১৮ জুলাই,১৯৪৭ সালে মাউন্টব্যাটেন এর পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্রিটিশ পার্লামেন্ট ভারত স্বাধীনতা আইন পাশ হয় ।
- এই আইনের ফলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় ।
- ফলে ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয় ।
∎ ব্রিটিশ সময়ে সমাজ সংস্কার, আইন ও অন্যান্য সংস্কার/আইন, প্রণেতা ও সাল:
লর্ড ক্লাইভ:
ইংরেজদের বিরূদ্ধে প্রথম বিদ্রোহ – ১৭৬০
দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন – ১৭৬৫
গভর্নর জন কার্টিয়ার:
ছিয়াত্তরের মন্বন্তর – ১৭৭০
বাংলায় নীল চাষ শুরু – ১৭৭০
ওয়ারেন হেস্টিংস:
পাঁচশালা বন্দোচবস্ত – ১৭৭২
নিয়ন্ত্রণ আইন – ১৭৭৩
কলকাতা আলিয়া মাদ্রাসা – ১৭৮০
বেঙ্গল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা – ১৭৮৪
দ্বেত শাসন ব্যবস্থা রহিতকরণ – ১৭৯৩
ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার –১৭৭২ সালের ১৩ আগষ্ট
লর্ড কর্নওয়ালিস:
সূর্যাস্ত আইন চালু – ১৭৯৩
চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা – ১৭৯৩
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক:
সতীদাহ প্রথা রহিত এবং কন্যা সন্তান হত্যা রোধ – ১৮২২
নারিকেল বাড়িয়ায় তিতুমিরের প্রথম ঘাটি স্থাপন – ১৮৩১
বাংলার গভর্নর জেনারেল উপাধিকে ভারতের গর্ভনর জেনারেলে রূপান্তর – ১৮৩৩
বিভাগীয় কমিশনারের পদ সৃষ্টি - ১৮২৯ সালে
তিনি নিম্ন আদালত প্রতিষ্ঠা করেন
লর্ড ডালহৌসি:
স্বত্ব বিলোপনীতি – ১৮৪৮
দ্বিতীয় শিখ যুদ্ধ – ১৮৪৮-৪৯
রেল যোগাযোগ চালু – ১৮৫৩
ডাক যোগাযোগ প্রতিষ্ঠা
বিধবা বিবাহ আইন প্রনয়ন – ১৮৫৪
বিধবা বিবাহ আইন পাস – ১৮৫৬
লর্ড ক্যানিং:
সিপাহী বিদ্রোহ – ১৮৫৭
কাগজের মুদ্রা চালু – ১৮৫৭
কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা – ১৮৫৭
রানী ভিক্টোরিয়া ঘোষণা পত্র – ১৮৫৮
খাজনা আইন পাস – ১৮৫৯
ভারতীয় কাউন্সিল আইন – ১৮৬১
ক্রিমিনাল প্রিসিডিউর কোড – ১৮৬১
নীল কমিশন গঠন – ১৮৬১
প্রেসিডেন্ট শহরে হাইকোর্ট প্রতিষ্ঠা – ১৮৬২