Solution
Correct Answer: Option C
- সাধারণত affirmative বাক্যকে negative বাক্যে রুপান্তর করতে হলে auxiliary verb এর সাথে not যুক্ত করতে হয় এবং adjective টির বিপরীত শব্দ বসাতে হয় ।অর্থাৎ অর্থের পরিবর্তন না করে শুধু structure পরিবর্তন করতে হবে ।
- সুতরাং বাক্যটির সঠিক negative form হচ্ছে -No man is immortal /Man is not immortal .