'সাহচর্য ' শব্দের শুদ্ধ গঠন কোনটি ?

A সহ+চর+য

B সহচর+য

C সহচর +ৎ

D কোনটি নয়

Solution

Correct Answer: Option B

- সাহচর্য /বিশেষ্য পদ/ সহায়তা, সঙ্গ।{(তৎসম বা সংস্কৃত) সহচর+য (ষ্যঞ্‌)}.
- বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে ‘য’ প্রত্যয় যুক্ত হলে প্রাতিপাদকে অন্তে স্থিত অ, আ, ই এবং ঈ-এর লোপ হয়।
- সে অনুসারে সহচর + য = সাহচর্য শুদ্ধ।
- এ নিয়মের অন্তর্ভুক্ত হলো সাম্য, কাব্য, মাধুর্য, প্রাচ্য প্রভৃতি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions