Solution
Correct Answer: Option A
শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস 'কাশবনের কন্যা ' ।এ উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি ,লোকজীবন ,গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিকভাবে চিত্রায়িত ।এ গ্রামে দুঃখ -দারিদ্র্য থাকলেও গ্রামই সুখের স্বর্গ ,সমস্ত বিশ্বাসের আধার ।চরিত্র ঃশিকদার, হোসেন ,মেহেরজান ,জোবেদা।