Solution
Correct Answer: Option C
রবীন্দ্রনাথ ঠাকুরের গতিতত্ত্বের বিষয়ক কাব্য 'বলাকা ' ।ফরাসী দার্শনিক বার্গস-র তত্ত্ব প্রয়োগ করে তিনি এ কাব্যটি রচনা করেন ।এ কাব্যে মোট ৪৫ টি কবিতা রয়েছে ।বিখ্যাত কবিতা 'সবুজের অভিযান ' , শা - জাহান ' ,ছবি শঙ্খ । এটি তিনি উইলিয়াম পিয়ারসনকে উৎসর্গ করেন ।