বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?
A নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
B নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
C নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
D বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা
Solution
Correct Answer: Option A
বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা (Flood Control Measures) দুইভাবে নেওয়া যায়ঃ
(I)সাধারণ ব্যবস্থাপনা (General management):
১) সহজে স্থানান্তরযোগ্য
২) নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা।
৩) নদী-শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা।
৪) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন।
(II)শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা (Labour intensive and expensive engineering management):
১) ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা।
২) সন্নিহিত স্থানে জলাধার নির্মাণের মাধ্যমে পানি প্রবাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা।
৩) নদী তীরকে উপকূলবর্তী এলাকার পানির অনুপ্রবেশ বন্ধ করা।