বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?

A নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা

B নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা

C নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা

D বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা

Solution

Correct Answer: Option A

বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা (Flood Control Measures) দুইভাবে নেওয়া যায়ঃ

(I)সাধারণ ব্যবস্থাপনা (General management):
১) সহজে স্থানান্তরযোগ্য
২) নদীর দুই তীরে ঘন জঙ্গল সৃষ্টি করা।
৩) নদী-শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা।
৪) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়ন সাধন।

(II)শ্রমসাধ্য ও ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা (Labour intensive and expensive engineering management):
১) ড্রেজারের মাধ্যমে নদীর পানির পরিবহন ক্ষমতা বৃদ্ধি করা।
২) সন্নিহিত স্থানে জলাধার নির্মাণের মাধ্যমে পানি প্রবাহকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা।
৩) নদী তীরকে উপকূলবর্তী এলাকার পানির অনুপ্রবেশ বন্ধ করা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions