Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
বিভিন্ন দেশের পরিবর্তিত নাম (7 টি প্রশ্ন )

-ফকল্যান্ড দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে ছোট্ট ৭৭৮টি দ্বীপের সমষ্টি।
-সবথেকে বড় দুটোর নাম পূর্ব এবং পশ্চিম ফকল্যান্ড।
-দ্বীপপুঞ্জের মোট আকার বেশি না, মাত্র ৪,৭০০ বর্গ মাইল।
-১৯৮২ সালে এর জনসংখ্যাও ছিল খুব কম, ১,৮২০ জন মানুষ আর ৪ লক্ষ ভেড়া।।
-১৯৮২ সালে আর্জেন্টিনার সেনাবাহিনী এই দ্বীপ দখল করে নেয়।
-ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আসলে ব্রিটিশ প্রোটেক্টোরেট।এর অর্থ দ্বীপটি স্বশাসিত এবং এর সামরিক দেখভাল করার দায়িত্ব গ্রেট ব্রিটেনের।
-দ্বীপপুঞ্জের অধিবাসীরাও প্রায় সকলেই ব্রিটিশ বংশোদ্ভুত ছিল।
-আর্জেন্টাইনদের কাছে এই দ্বীপপুঞ্জ ‘লাস মালভিনাস’ নামে পরিচিত।




 

হারারে এর পুরাতন নাম--সলসবেরী.

 

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0