শক্তি সম্পদ (15 টি প্রশ্ন )

- নুড়িপাথর হলো শিলা বা খনিজ পদার্থের ছোট ছোট ক্ষয়প্রাপ্ত টুকরা যা প্রাকৃতিক প্রক্রিয়ায় (যেমন - নদী বা সমুদ্রের স্রোত, বাতাসের প্রবাহ) বাহিত হয়ে জমা হয়।
- এই জমা হওয়া নুড়িপাথর এবং অন্যান্য পলি (যেমন - বালি, কাদা) স্তরে স্তরে জমা হয়ে চাপ ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সংযুক্ত হয়ে যে শিলা তৈরি করে, তাকে পাললিক শিলা বলে।
- কংগ্লোমারেট (Conglomerate) নামক পাললিক শিলা নুড়িপাথর দিয়েই গঠিত হয়।
- যদিও একটি একক নুড়িপাথর মূলত আগ্নেয় বা রূপান্তরিত শিলার ভাঙা অংশ হতে পারে, কিন্তু যখন নুড়িপাথর জমে শিলা গঠন করে, তখন সেই শিলাটি পাললিক শিলা হিসেবে পরিচিত হয়। তাই, নুড়িপাথরকে পাললিক শিলার সাথে সম্পর্কিত করা হয়।







ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

- ১৯৬২ খ্রীস্টাব্দে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হয়
- বাঁধের সঞ্চিত পানি ব্যবহার করে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 
- ১৯৬২ ও ১৯৮৮ সালের মধ্যে এখানে সর্বমোট ২৩০ মেগাওয়াট (৩,১০,০০০ অশ্বশক্তি) বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানো হয়।
- এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র।
- এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত






সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0