Loading [MathJax]/jax/output/HTML-CSS/fonts/TeX/fontdata.js
 
হ্রদ (22 টি প্রশ্ন )
পৃথিবীর উচ্চতম:

উচ্চতম পর্বতশৃঙ্গ- মাউন্ট এভারেস্ট
উচ্চতম মালভূমি- পামির মালভূমি (তিব্বত, চীন)
উচ্চতম দেশ- তিব্বত
উচ্চতম ভবন- বুর্জ খলিফা, UAE, ৮২৮ মিটার
উচ্চতম সেতু (ঝুলন্ত)- মিলাও, ফ্রান্স (৩৪২ মিটার)
উচ্চতম পর্বত- হিমালয়
উচ্চতম রাজধানী- লাপাজ, বলিভিয়া
উচ্চতম মূর্তি- স্ট্যাচু অব ইউনিটি (ভারত)
উচ্চতম হ্রদ- টিটিকাকা (বলিভিয়া)
উচ্চতম জলপ্রপাত- অ্যাঞ্জেল ফলস
উচ্চতম ভাস্কর্য- সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি (ভারত), ১৮২ মিটার
- পৃথিবীর বৃহত্তম হ্রদ ‘কাস্পিয়ান সাগর’ এশিয়া মহাদেশে অবস্থিত।
- কাস্পিয়ান সাগর, সুপিরিয়র হ্রদ ও ভিক্টোরিয়া হ্রদ বিশ্বের বৃহত্তম তিনটি হ্রদ।
- এদের মধ্যে কাস্পিয়ান সাগর সবচেয়ে বড় ও এর আয়তন ৩,৭০,৯৯৮ বর্গ কিলোমিটার।
- মৃত সাগর বিশ্বের নিম্নতম হ্রদ; এটি সমুদ্র তলদেশের ৪০৮ মিটার নিচে অবস্থিত।
- বৈকাল হ্রদ বিশ্বের গভীরতম মিষ্টি পানির হ্রদ; এটি সর্বোচ্চ ১৬৩৭ মিটার পর্যন্ত গভীর।

-সিলেট বিভাগের মৌলভিবাজার জেলা সদর, শ্রীমঙ্গল ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা জুড়ে বিস্তৃত একটি বৃহদাকার জলাভূমির নাম হাইল হাওর (Hail Haor)।
-১৪ টি বিল ঘেরা হাইল হাওরের সর্বমোট আয়তন প্রায় ১০ হাজার হেক্টর।
-প্রচুর লতা ও গুল্মজাতীয় উদ্ভিদ থাকার কারণে স্থানীয়দের কাছে এটি লতাপাতার হাওর নামেও পরিচিত।
কাস্পিয়ান সাগর পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ যা এশিয়া ইউরোপের মাঝে, ককেসাস পর্বতমালার পূর্বে এবং স্তেপ ও মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত। এটি সামুদ্রিক মাছের ডিম ও তেল শিল্পের জন্য অধিক পরিচিত।
- বাংলাদেশের একমাত্র কৃত্রিম হৃদটি অবস্থিত কাপ্তাই উপজেলা, রাঙ্গামাটি জেলায়। এটি কাপ্তাই হ্রদ নামে পরিচিত।

কাপ্তাই হ্রদ সম্পর্কে কিছু তথ্য:
নির্মাণ: ১৯৫৬ সালে কর্ণফুলি নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই হ্রদের সৃষ্টি হয়।
আয়তন: ৫৪,০০০ একর
গভীরতা: ১০০ ফুট
ব্যবহার: জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য চাষ, পর্যটন
- কাপ্তাই হ্রদ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
- হ্রদের চারপাশে পাহাড়, বন, এবং জলপ্রপাতের মনোরম দৃশ্য দেখা যায়।
- হ্রদে নৌকা ভ্রমণ, ট্রেকিং, এবং ক্যাম্পিং জনপ্রিয় পর্যটন কার্যকলাপ।
» বিশ্বের উচ্চতম জলপ্রপাতের নাম— অ্যাঞ্জেল ফলস (ভেনিজুয়েলা)।
» নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত – যুক্তরাষ্ট্র-কানাডা।
» ভিক্টোরিয়া জলপ্রপাতের উৎপত্তি জাম্বেসী নদী থেকে।
» উবাক জলপ্রপাতটি অবস্থিত সুইজারল্যান্ডে।
» স্ট্যানলি ও লিভিংস্টোন জলপ্রপাত দুটি অবস্থিত— কঙ্গোতে।
ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকা মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ। ক্ষেত্রফলের দিক দিয়ে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার। তবে গভীরতা তুলনামূলকভাবে কম হওয়ায় এটি পানির আয়তনের দিক দিয়ে বিশ্বে সপ্তম বৃহত্তম। তানজানিয়া, কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর এটি অবস্থিত। এ হ্রদে প্রায় ৩০০০ টি ছোট-বড় দ্বীপ রয়েছে, যার অনেকগুলোতেই মানব বসতি রয়েছে। নীল নদ এর দীর্ঘতম উৎস সাদা নীলের উৎপত্তি এ হ্রদ থেকেই।
 

হাজার হ্রদের দেশ ---ফিনল্যান্ড


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
 

∎বৈকাল হ্রদ:

বৈকাল হ্রদ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণভাগে অবস্থিত একটি সুপেয় পানির হ্রদ।  হ্রদটির আয়তন প্রায় ৩১,৫০০ বর্গকিলোমিটার। এটি বিশ্বের গভীরতম হ্রদ। এর সর্বাধিক গভীরতা ১,৬৩৭ মিটার। তিনশোরও বেশি নদীর পানি এসে এই হ্রদে পড়েছে। কেবল মাত্র নিম্ন আঙ্গারা নদীর মাধ্যমে হ্রদের পানি বাইরে নিষ্কাশিত হয়।


- কাস্পিয়ান সাগর আয়তনে অনুসারে পৃথিবীর বৃহত্তম আবদ্ধ জলাশয়।
- একে পৃথিবীর বৃহত্তম হ্রদ হিসেবে আখ্যায়িত করা হয়েছে যার আয়তন একটি সম্পূর্ণ সাগরের সমান।







- Dead Sea (মৃত সাগর) একটি লবণাক্ত হ্রদ।
- এর দৈর্ঘ্য ৬৭ কিলোমিটার, গ্রন্থ ১৮ কিলোমিটার এবং গভীরতা ১,২৪০ ফুট।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0