ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫°। ঢাকার সময় মধ্যাহ্ন ১২:০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-

A সকাল ০৯:০০ টা

B বিকাল ০৩:০০ টা

C সন্ধ্যা ০৬:০০ টা

D রাত ০৯:০০ টা

Solution

Correct Answer: Option B

- দ্রাঘিমা (Longtitude): গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে যে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলা হয়।
- যদি গ্রিনিচের সময় এবং অন্য কোনো স্থানের সময় জানা থাকে তাহলে দুটি স্থানের সময়ের পার্থক্য অনুসারে প্রতি ৪ মিনিট সময়ের পার্থক্যে ১০ দ্রাঘিমার পার্থক্য ধরে ঐ স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায়।
- কোনো স্থান গ্রিনিচের পূর্বে হলে তার স্থানীয় সময় গ্রিনিচের সময় অপেক্ষা বেশি হবে এবং পশ্চিমে হলে স্থানীয় সময় গ্রিনিচের সময় থেকে কম হবে।
- ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫° ।

সুতরাং সময়ের পার্থক্য = ৪৫° ×৪ মিনিট = ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা।
স্থানটি ঢাকা থেকে পূর্বদিকে হওয়ায় সময় বাড়বে।
স্থানটির স্থানীয় সময়= ঢাকার সময় + ৩ ঘণ্টা
                        = মধ্যাহ্ন ১২:০০ + ৩ ঘণ্টা
                        = বিকাল ৩:০০ টা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions