একটি গাড়ির সামনের চাকার পরিধি ৪ মিটার ,পিছনের চাকার পরিধি ৫ মিটার ।গাড়িটি কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পিছনের চাকার থেকে ২০০ বার বেশি ঘুরবে ?

A ৩ কি মি

B ৮ কি মি

C ৪ কি মি

D ৫ কি মি

Solution

Correct Answer: Option C

এখানে ৪ ও ৫ এর ল সা গু =২০
     এবং ৫-৪ =১

∴ ১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত ২০ মিটার
∴ ২০০ বার "     "         " ২০×২০০ মিটার
                                     =৪০০০ মি
                                     =৪ কি মি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions