- বিশ্বের অন্যতম প্রাচীন শহর আলেপ্পোতে প্রায় ৬ষ্ট খ্রিস্টপূর্বাব্দে থেকেই মানুষ বসবাস শুরু করে।
- সিরিয়ার সবচেয়ে বড় শহরটি গৃহযুদ্ধ কালে বিদ্রোহীদের দখলকে কেন্দ্র করে এ সম্প্রতি আলোচনায় আসে।
- আলেপ্পো শহরটি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর পশ্চিমাংশে অবস্থিত ।
- সিরিয়ার সবচেয়ে বড় শহর এবং আলেপ্পো মুহাফাযার (সিরিয়ার প্রদেশ) রাজধানী।
- সিরিয়ার আরেকটি উল্লেখযোগ্য শহর ইদলিব।