পর্বত (20 টি প্রশ্ন )
- স্তুপ পর্বত হলো এমন পর্বত যাতে পর্বতের মাঝের অংশটি নীচু হয় এবং দুই পাশ উঁচু হয়।
- মধ্যের অংশটিকে গ্রস্ত উপত্যকা বলে।
- ব্ল্যাক ফরেস্ট পর্বত হলো একটি স্তূপ পর্বত।

- ধবলগিরি পর্বত পৃথিবীর সপ্তম উচ্চতম পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ৮,১৬৭ মিটার (২৬,৭৯৫ ফুট)।
- এটি নেপালে অবস্থিত এবং হিমালয় পর্বতমালার অংশ।
- "ধবলগিরি" শব্দের অর্থ হলো "শ্বেত পর্বত," যা এর তুষারাবৃত চূড়ার কারণে নামকরণ করা হয়েছে।
- ১৯৬০ সালে একদল ইউরোপীয় অভিযাত্রী প্রথমবারের মতো ধবলগিরি শৃঙ্গে আরোহণ করেন।
- এটি নেপালের অন্যতম বিখ্যাত পর্বতশৃঙ্গ এবং পর্বতারোহীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।
-কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি পর্বতশৃঙ্গ।
-এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ, যার উচ্চতা ৮৫৮৬ মিটার।
-এটি ভারতের সিকিম রাজ্যের সঙ্গে নেপালের পূর্বাঞ্চলীয় সীমান্তে অবস্থিত।
-উত্তরবঙ্গের পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার কয়েকটি এলাকা থেকে নভেম্বর মাসে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ স্পষ্ট দেখা যায়।
- ভূ-পৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তুপকে পর্বত বলে।

- উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বতকে চার ভাগে ভাগ করা যায়।
যথা:
১) ভঙ্গিল পর্বত
২) আগ্নেয় পর্বত
৩) চ্যুতি-স্তূপ পর্বত ও
৪) উত্থিত ক্ষয়জাত পর্বত।

- কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে, তাকে ভঙ্গিল পর্বত বলে।
এর প্রধান বৈশিষ্ট্য— ভাঁজ।

ভঙ্গিল পর্বত গুলো হচ্ছেঃ
- এশিয়ার হিমালয়,
- ইউরোপের আল্পস,
- উত্তর আমেরিকার রকি,
- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত।

চ্যুতি-স্তূপ পর্বত-  জার্মানির ব্ল‍্যাক ফরেস্ট। 
- স্তুপ পর্বত হলো এমন পর্বত যাতে পর্বতের মাঝের অংশটি নীচু হয় এবং দুই পাশ উঁচু হয়।
- মধ্যের অংশটিকে গ্রস্ত উপত্যকা বলে।
- ব্ল্যাক ফরেস্ট পর্বত হলো একটি স্তূপ পর্বত।

-আন্দিজ পর্বত হল পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত।
-এটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে অবস্থিত।
-আন্দিজ পর্বতমালার গড় উচ্চতা ৪,০০০ মিটার। এটি একটি সক্রিয় ভঙ্গিল পর্বতমালা, যেখানে এখনও ভূমিকম্প এবং ভূমিধস হয়।

-ভিসুভিয়াস পর্বত, কিলিমানজারো পর্বত এবং ব্ল্যাক ফরেস্ট পর্বত হল আগ্নেয় পর্বত।
-আগ্নেয় পর্বতগুলি ভূগর্ভস্থ ম্যাগমার উত্থানের ফলে গঠিত হয়।

-সুতরাং, ভঙ্গিল পর্বতের উদাহরণ হল আন্দিজ পর্বত।


- ল্যাকোলিথ পর্বতগুলি হল এক ধরনের ভঙ্গিল পর্বত, যা ভূত্বকের শিলাস্তরের উপরে উঠে আসা উল্টো-কানা আকৃতির ভাঁজের কারণে গঠিত হয়। এই ভাঁজগুলির শীর্ষে কোনও শৃঙ্গ থাকে না।

- স্তূপ পর্বতগুলি হল এক ধরনের পর্বত, যা ভূত্বকের শিলাস্তরের উপরে উঠে আসা দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশের উত্থানের ফলে গঠিত হয়। এই পর্বতগুলির শীর্ষে সাধারণত এক বা একাধিক শৃঙ্গ থাকে।

- ভঙ্গিল পর্বতগুলি হল পৃথিবীর সবচেয়ে সাধারণ ধরনের পর্বত। এই পর্বতগুলি ভূত্বকের শিলাস্তরের উপরে উঠে আসা ভাঁজের কারণে গঠিত হয়। ভাঁজের শীর্ষে সাধারণত একটি শৃঙ্গ থাকে।

- আগ্নেয় পর্বতগুলি হল ভূগর্ভস্থ ম্যাগমার উত্থানের ফলে গঠিত হয়। এই পর্বতগুলির শীর্ষে সাধারণত একটি শৃঙ্গ থাকে।

- সুতরাং, যে পর্বতের কোন শৃঙ্গ থাকে না, সেটি হল ল্যাকোলিথ পর্বত।


বেননেভিস হলো যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ । এর উচ্চতা ১৩৪৪ মিটার।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
রকি পর্বতমালা উত্তর আমেরিকার পশ্চিমে অবস্থিত। কানাডার ব্রিটিশ কলাম্বিয়া হতে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো পর্যন্ত ৩০০০ মাইলের উপরে বিস্তৃত এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কলোরাডোয় অবস্থিত মাউন্ট অ্যালবার্ট সমুদ্র পৃষ্ঠ হতে ১৪,৪৪০ ফুট (৪,৪০১ মিটার) উঁচু।
যা কিছু বৃহত্তমঃ
বিশ্বের বৃহত্তম - অভ্যন্তরীণ সাগর : ভূমধ্যসাগর
বিশ্বের বৃহত্তম - মহাদেশ : এশিয়া
বিশ্বের বৃহত্তম - মহাসাগর : প্রশান্ত মহাসাগর
বিশ্বের বৃহত্তম - দেশ (আয়তনে) : রাশিয়া
বিশ্বের বৃহত্তম - দেশ (জনসংখ্যায়) : চীন
বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (জনসংখ্যায) : ইন্দোনেশিয়া
বিশ্বের বৃহত্তম - মুসলিম দেশ (আয়তনে) : কাজাখস্তান
বিশ্বের বৃহত্তম - পাখি (ওজনে) : উটপাখি (১৫৫ কেজি)
বিশ্বের বৃহত্তম - ব-দ্বীপ : বাংলাদেশ
বিশ্বের বৃহত্তম - সাগর : দক্ষিণ চীন সাগর
বিশ্বের বৃহত্তম - দিন : ২১ জুন (উত্তর গোলার্ধে)
বিশ্বের বৃহত্তম - রাত : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
বিশ্বের বৃহত্তম - মরুভূমি : সাহারা
বিশ্বের বৃহত্তম - দ্বীপ : গ্রিনল্যান্ড
বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (উচ্চতায়) : হিমালয়
বিশ্বের বৃহত্তম - পর্বতমালা (দৈর্ঘ্যে) : আন্দিজ
বিশ্বের বৃহত্তম - সামুদ্রিক পাখি : এলবার্ট্রস
বিশ্বের বৃহত্তম - দ্বীপপুঞ্জ : ইন্দোনেশিয়া
বিশ্বের বৃহত্তম - প্রাণী : নীল তিমি
বিশ্বের বৃহত্তম - উপদ্বীপ : ভারত Raisul Islam Hridoy
বিশ্বের বৃহত্তম - গিরিখাত : গ্র্যান্ড ক্যানিয়ন
বিশ্বের বৃহত্তম - পার্লামেন্ট : চায়না ন্যাশনাল কংগ্রেস
বিশ্বের বৃহত্তম - মরুভূমি (এশিয়ায়) : গোবি (মঙ্গোলিয়া)
বিশ্বের বৃহত্তম - অরণ্য : তৈগা (রাশিয়া)
বিশ্বের বৃহত্তম - তৃণাঞ্চল : প্রেইরি
বিশ্বের বৃহত্তম - Indoor Theme Park : Ferrari World, Abu Dhabi
বিশ্বের বৃহত্তম - লৌহ খনি : বুরুকুটুর (ব্রাজিল)
- বাংলাদেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহারগুলো টারশিয়ারি যুগের পাহাড়।
- এর অন্তরভুক্ত অঞ্চল হল ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলবি বাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিন অঞ্চল।
- এই অঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা ২৫০ মিটার।
- বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং বা বিজয়।
- এর উচ্চতা ১২৩১ মিটার (৪,০৩৯ ফুট)।
- এটি বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত।
- অন্যদিকে, কিওক্রাডং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
- এর উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৩৫.৪৩ ফুট।
- টাইগার হিল (২,৫৯০ মিটার) পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত।
- এই জায়গাটি হল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উচ্চতম স্টেশন ঘুম শহরের সর্বোচ্চ বিন্দু।
- এখান থেকে মাউন্ট এভারেস্ট ও কাঞ্চনজঙ্ঘা পর্বত-এর বিস্তারিত দৃশ্যপট দৃষ্টিগোচর হয়।
দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত এই পর্বতমালা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। 
- এটি পর্বত ভঙ্গিল শ্রেণীর।
- এই পর্বতের  উপকুলে দ্বাদশ শতকে ইনকা সভ্যতা গড়ে উঠেছিল। 
 

ব্রহ্মপুত্র নদ হিমালয়েলর কৈলাস শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে।



পৃথিবীর উচ্চতম:

উচ্চতম পর্বতশৃঙ্গ- মাউন্ট এভারেস্ট
উচ্চতম মালভূমি- পামির মালভূমি (তিব্বত, চীন)
উচ্চতম দেশ- তিব্বত
উচ্চতম ভবন- বুর্জ খলিফা, UAE, ৮২৮ মিটার
উচ্চতম সেতু (ঝুলন্ত)- মিলাও, ফ্রান্স (৩৪২ মিটার)
উচ্চতম পর্বত- হিমালয়
উচ্চতম রাজধানী- লাপাজ, বলিভিয়া
উচ্চতম মূর্তি- স্ট্যাচু অব ইউনিটি (ভারত)
উচ্চতম হ্রদ- টিটিকাকা (বলিভিয়া)
উচ্চতম জলপ্রপাত- অ্যাঞ্জেল ফলস
উচ্চতম ভাস্কর্য- সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি (ভারত), ১৮২ মিটার

- কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে, তাকে ভঙ্গিল পর্বত বলে।
এর প্রধান বৈশিষ্ট্য— ভাঁজ। 

 ভঙ্গিল পর্বত গুলো হচ্ছেঃ  
- এশিয়ার হিমালয়,
- ইউরোপের আল্পস,
- উত্তর আমেরিকার রকি,
- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত।


এশিয়া ও ইউরোপকে বিভক্তকারী পর্বতমালা-উরাল
সনোরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী রেখা।
ম্যাকনামারা লাইন: যুক্তরাষ্ট্র কর্তৃক সাবেক উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমান্তে নির্মিত বৈদ্যুতিক বেষ্টনী। বর্তমানে এর অস্তিত্ব নেই। 
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা চিহ্নিতকরণ রেখা। 
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
- পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী অন্দিজ পর্বতমালা
- এটি দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত ।
- এটির দৈর্ঘ্য কমপক্ষে ৭,০০০ কি.মি(৪,৪০০ মাইল ) এবং গড় প্রস্থ ৫০০ কি.মি (৩০০ মাইল )
- এই পর্বতমালার গড় উচ্চতা ৪০০০ মি.(১৩,০০০ ফুট ) ।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0