|
|
ম্যাগেলান প্রণালী (Strait of Magellan)
- অবস্থান: দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে। - সংযুক্ত করে: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর।
গুরুত্ব: - এটি প্যানামা খালের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। - দক্ষিণ আমেরিকার নৌপরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
|
|
| |
|
|
|
বাব এল-মান্দেব প্রণালী:
- এশিয়া-আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে বাব এল-মান্দেব প্রণালী। - এই প্রণালী, আরবি বাব আল-মান্দব, আরব এবং আফ্রিকা (দক্ষিণ-পশ্চিম) মধ্যবর্তী প্রণালী যা লোহিত সাগর ও এডেন উপসাগর এবং ভারত মহাসাগর (দক্ষিণ-পূর্ব) এর সাথে সংযুক্ত করে। - প্রণালীটি ৩২ কিমি প্রশস্ত এবং পেরিম দ্বীপ দ্বারা দুটি চ্যানেলে বিভক্ত।পশ্চিম চ্যানেলটি ২৬কিমি জুড়ে এবং পূর্ব দিকে ৩ কিমি প্রশস্ত। -সুয়েজ খাল নির্মাণের সাথে, প্রণালীটি ভূমধ্যসাগর এবং পূর্ব এশিয়ার মধ্যে সংযোগের একটি অংশ গঠন করে। - প্রণালীটির আরবি নামের অর্থ "কান্নার দ্বার"। - প্রণালীটি এডেন উপসাগর, গভীর জলের অববাহিকা যা লোহিত সাগর এবং আরব সাগরের মধ্যে একটি প্রাকৃতিক সমুদ্র সংযোগ তৈরি করে। - প্রণালীটির মোট দৈর্ঘ্য, পূর্ব-উত্তর-পূর্ব থেকে পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ১৪৮০ কিমি, এবং এর গড় প্রস্থ, উত্তর-উত্তর-পূর্ব থেকে দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে পরিমাপ করা হয় ৪৮০ কিমি।
|
|
| |
|
|
|
ফ্লোরিডা প্রণালী
মনে রাখার উপায় - 'কি'ফ্লো' 'মেক্সি' কিনতে 'আটলান্টিক' হয়ে 'ফ্লোরিডায়' যায়।
যুক্ত করেছে -
আটলান্টিক - আটলান্টিক মহাসাগর
মেক্সি - মেক্সিকো উপসাগর
বিভক্ত করেছে -
কি - কিউবা
ফ্লো - ফ্লোরিডা
|
|
| |
|
|
|
১৪৯২ সালে কলম্বাস উত্তর আমেরিকা আবিষ্কার করেন। পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে।
- পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসগরের প্রবেশদ্বার ।
- এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ।
- দৈর্ঘ্য ৮০ কিমি ও প্রস্থে ৯১ মিটার হলেও এটি পৃথিবীর গরভীরতম (১৪ মিটার ) খাল ।
- যুক্তরাষ্ট্র ১৯১৩ সালে এটি খনন করে। পরবর্তীতে ১৫ ডিসেম্বর ১৯৯৯ এটিকে পানামার নিকট হস্তান্তর করা হয় ।
- এ মহাদেশের মধ্য আমেরিকা থেকে মিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলকে প্রচুর পরিমাণে গম উৎপাদনের জন্য ‘বিশ্বের রুটির ঝুড়ি’ বলা হয়।
|
|
| |
|
|
|
১৪৯২ সালে কলম্বাস উত্তর আমেরিকা আবিষ্কার করেন। পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে।
- পানামা খালকে বলা হয় প্রশান্ত মহাসগরের প্রবেশদ্বার ।
- এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে ।
- দৈর্ঘ্য ৮০ কিমি ও প্রস্থে ৯১ মিটার হলেও এটি পৃথিবীর গরভীরতম (১৪ মিটার ) খাল ।
- যুক্তরাষ্ট্র ১৯১৩ সালে এটি খনন করে। পরবর্তীতে ১৫ ডিসেম্বর ১৯৯৯ এটিকে পানামার নিকট হস্তান্তর করা হয় ।
- এ মহাদেশের মধ্য আমেরিকা থেকে মিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলকে প্রচুর পরিমাণে গম উৎপাদনের জন্য ‘বিশ্বের রুটির ঝুড়ি’ বলা হয়।
|
|
| |
|
|
|
Strait of Gibraltar, Latin Fretum Herculeum, channel connecting the Mediterranean Sea with the Atlantic Ocean, lying between southernmost Spain and northwesternmost Africa. It is 36 miles (58 km) long and narrows to 8 miles (13 km) in width between Point Marroquí (Spain) and Point Cires (Morocco).
|
|
| |
|
|
|
♦ এশিয়া - আমেরিকাকে পৃথক করেছে ‘ বেরিং প্রণালী'; ♦ এশিয়া - ইউরােপকে পৃথক করেছে 'বসফরাস প্রণালী এবং‘ দার্দানেলিস প্রণালী'; ♦ এশিয়া - আফ্রিকাকে পৃথক করেছে ‘ বাব - এল - মানদেব ’ এবং ♦ ইউরােপ - আফ্রিকাকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী ।
|
|
| |
|
|
|
বাবেল মান্দেব প্রণালী লোহিত সাগরে অবস্থিত। এটি লোহিত সাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে। এর পশ্চিমে জিবুতি এবং পূর্বে ইয়ামেন অবস্থিত। এটি এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে।
|
|
| |
|
|
|
- ডোভার প্রণালী (ইংরেজি: Strait of Dover) গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী। - এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে। - ফরাসিরা এটিকে কালে প্রণালী নামে ডাকে।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
- পৃথিবীর যে-কোনো অংশের দুটি ভূখন্ড, যেমন-দ্বীপ, দেশ, উপমহাদেশ বা মহাদেশকে পৃথককারী এবং বৃহৎ জলরাশি যেমন- উপসাগর, সাগর, মহাসাগরকে যোগকারী দীর্ঘ ও সরু প্রাকৃতিক জলরাশিকে প্রণালী বলে।
- পৃথিবীর দীর্ঘতম প্রণালী হল মোজাম্বিক প্রণালী। এটি আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত, মোজাম্বিক এবং মাদাগাস্কারের মধ্যে। মোজাম্বিক প্রণালী প্রায় ১৬০০ কিলোমিটার (১০০০ মাইল) দীর্ঘ, যা এটিকে পৃথিবীর দীর্ঘতম প্রণালী করে তোলে।
|
|
| |
|
|
|
-হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে। -এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ খনিজতেলবাহী জাহাজ যাতায়াতের এটিই একমাত্র পথ। -বিশ্বব্যাপী পেট্রোলিয়াম পরিবহনে প্রণালীটির কৌশলগত গুরুত্ব অত্যধিক। -হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর ৪০ শতাংশ খনিজ তেল পরিবহন করা হয়ে থাকে। -হরমুজ দিয়ে প্রতিদিন ২০ লাখ ব্যারেলের মতো তেলজাত দ্রব্য রপ্তানি হয়ে থাকে।
|
|
| |
|
|
|
ভারত মহাসাগরের একটি অংশ লোহিত সাগর এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। সাগরটি দক্ষিণে বাব এল মান্দেব প্রণালী ও এডেন উপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরের সাথে যুক্ত।
|
|
| |
|
|
|
-মালাক্কা প্রণালী দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সংকীর্ণ (৮০৫ কিমি) সমুদ্রপ্রণালী। -১৪০০ থেকে ১৫১১ খ্রিষ্টাব্দে দ্বীপের শাসক মালাক্কা সালতানাতের নামে এর নামকরণ করা হয়। -মালাক্কা প্রণালী উত্তরে ভারত মহাসাগরের আন্দামান সাগরকে দক্ষিণে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে এবং -মালয় উপদ্বীপকে সুমাত্রা দ্বীপ থেকে পৃথক করেছে। -প্রণালীটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাহাজগামী সমুদ্রপথের অন্যতম। -ইউরোপ ও পূর্ব এশিয়ার সমুদ্র বাণিজ্য এর মধ্য দিয়ে সংঘটিত হয়।
|
|
| |
|
|
|
প্রণালী সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
|
|
| |
|
|
|
∎ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা--সনোরা লাইন.
|
|
| |
|
|
|
- বসফরাস প্রণালী সংযুক্ত করেছে মর্মর সাগর ও কৃষ্ণ সাগরকে,বেরিং প্রণালীকে সংযুক্ত করেছে উত্তর সাগর ও বেরিং সাগরকে,মেসিনা প্রণালী সংযুক্ত করেছে টিরহেনিয়ান সাগর ও আইওনিয়ান সাগরকে আর ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ডোবার প্রণালী।
|
|
| |
|
|
|
প্রণালী সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
|
|
প্রণালী সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
|
|
প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
|
|
প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
|
|
প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
|
|
প্রণালী সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
|
|
জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা(মরক্কো) ও ইউরোপ(স্পেন) মহাদেশকে পৃথক করেছে। - বসফরাস প্রনালি কৃষ্ণসাগরের সাথে মর্মর সাগরকে , - হরমুজ প্রণালি পারস্য উপসাগরের সাথে ওমান উপসাগরকে, - আর পক প্রণালি বঙ্গোপসাগরকে ও পক উপসাগরকে যুক্ত করেছে ।
|
|
| |
|
|
|
প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
|
|
প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
প্রণালি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন
|
|
| |
|