বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে কোন বিদেশী নাগরিক 'বীর প্রতীক' খেতাবে ভূষিত হয়েছেন?
A Jagjit Singh Aurora
B William A.S Ouderland
C Kuldip Singh Chand puri
D Ian Cardozo
Solution
Correct Answer: Option B
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী একমাত্র বিদেশি নেদারল্যান্ডস -অস্ট্রেলিয়ার নাগরিক উইলিয়াম এ এস ওডারল্যান্ড ।তিনি ২ং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ।মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 'বীর প্রতীক' খেতাবে ভূষিত করেন।