তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা ...। আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।" - বাক্যটিতে কোন বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে?
A উদ্ধরণ চিহ্ন
B বিকল্প চিহ্ন
C ইলেক
D ত্রিবিন্দু
Solution
Correct Answer: Option D
- ত্রিবিন্দু ( ... )-কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার হয়।
- যেমনঃ তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা ...।আমাদের ঐক্য বাইরের। ... এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।"