কোনটি বাংলাদেশের সর্বোচ্চ অপারেটিং ট্রান্সমিশন ভোল্টেজ?
Solution
Correct Answer: Option C
- বিদ্যুৎ জেনারেটিং স্টেশন থেকে রিসিভিং প্রান্ত পর্যন্ত দীর্ঘ অতি উচ্চ ভোল্টেজ লাইনকে প্রাইমারি ট্রান্সমিশন বলা হয়।
- প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ সাধারণত ১১০ কেভি, ১৩২ কেভি, ২৩২ কেভি ও ৪০০ কেভি পর্যন্ত বা আরো বেশি হতে পারে।
- বাংলাদেশের সর্বোচ্চ ট্রান্সমিশন ভোল্টেজ ৪০০ কেভি।