Solution
Correct Answer: Option B
- কার্বন একটি বহুরূপী মৌল এবং এর একটি রূপভেদ হলো হীরক।
- হীরক বর্ণহীন, স্বচ্ছ, স্ফটিকার কঠিন পদার্থ।
- প্রাকৃতিক জগতে সর্বাপেক্ষা কঠিন পদার্থ হীরক।
- এর আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে বেশি।
- হীরককে হীরক ব্যতীত অন্য কোন পদার্থ দ্বারা কাটা যায় না।
- আসল হীরা চেনার উপায় হলো এর ভেতর দিয়ে রঞ্জন রশ্মি যেতে পারে না। কাঁচ কাটার জন্য হীরক ব্যবহৃত হয়।