'তোমার নেই নেই ভাব গেলো না'- এখানে, 'নেই নেই' কোন পদের দ্বিরুক্তি?
A বিশেষণ
B সর্বনাম
C ক্রিয়া
D অব্যয়
Solution
Correct Answer: Option C
ক্রিয়াবাচক শব্দে 'বিশেষণ রূপে' দ্বিরুক্তি ব্যবহারের উদাহরণ-
- তোমার নাই নাই ভাব গেল না,
- এদিকে তো রোগীর যায় যায় অবস্থা ইত্যাদি।