Solution
Correct Answer: Option D
-প্রকৃতির বিস্ময়কর সৃষ্টি ‘হালদা নদী এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র।
-এ নদীটি বাংলাদেশের পার্বত্য খাগড়াছড়ি জেলার দক্ষিণ পূর্ব অংশের বাদনাতলী পাহাড় থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে।
-বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, প্রশস্ততম ও গভীরতম নদী মেঘনা।
-আসামের বরাক নদী নাগা-মনিপুর থেকে উৎপত্তি হয়ে সুরমা এবং কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়ে সিলেট জেলায় প্রবেশ করেছে।
-সুরমা-কুশিয়ারা নদী আজমিরীগঞ্জে মিলিত হয়ে কালনী নামে দক্ষিণে কিছুদূর প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এরপর ভৈরব বাজারের নিকট পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়ে মেঘনা নামে প্রবাহিত হয়ে চাঁদপুরের নিকট পদ্মার সাথে মিলিত হয়।
-আর পদ্মা মেঘনা মিলিত স্রোতধারা মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
-নাফ নদীটি আরাকান (মিয়ানমার) পাহাড় থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর দৈর্ঘ্য ৫৬ কি.মি.।
-বাংলাদেশের দক্ষিণ- পূর্বাঞ্চলের প্রধান নদী কর্ণফুলীর উৎপত্তি মিজোরামের লুসাই পাহাড় থেকে। এর দৈর্ঘ্য ৩২০ কি.মি।