'ভিক্ষে মেগে খায়' এখানে, 'মেগে' শব্দটির 'মাগ্' কি ধাতু?
A বাংলা
B সংস্কৃত
C বিদেশি
D তদ্ভব
Solution
Correct Answer: Option C
প্রধানত হিন্দি এবং ক্বচিৎ আরবি-ফারসি ভাষা থেকে যেসব ধাতু বা ক্রিয়ামূল বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকে বিদেশাগত ধাতু বা ক্রিয়ামূল বলে। যেমন- ভিক্ষে মেগে খায়। এ বাক্যে 'মাগ্' ধাতু হিন্দি 'মাঙ্' থেকে আগত।