কোন এলাকাকে 'Marine Protected Area (MPA)' ঘোষণা করা হয়েছে?
Solution
Correct Answer: Option B
অনিয়ন্ত্রিত জাহাজ ও ইঞ্জিন চালিত নৌকার চলাচল, মাত্রাতিরিক্ত মৎস্য সম্পদ আহরণ, সমুদ্রে বর্জ্য ও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নিক্ষেপ, প্রবাল ধ্বংস, জীববৈচিত্র্য হ্রাস ও জলবায়ু পরিবর্তন রোধে পরিবেশ মন্ত্রণালয় বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ১৩(১) ও (২) এর ক্ষমতাবলে ১২ জানুয়ারি- ২০২২ সালে সেন্টমার্টিন দ্বীপ ও এর আশেপাশের ১৭৪৩ বর্গ কি.মি. এলাকাকে Marine Protected Area (MPA) ঘোষণা করে।
-এর আগে ১৯৯৯ সালে সেন্টমার্টিন এলাকাকে Ecological Critical Area (ECA) ঘোষণা করা হয়েছিল।