একই বর্ণ বা বর্ণগুচ্ছের বারবার বিন্যাসকে কি বলে?
A অনুপ্রাস
B শ্লেষ
C বক্রোক্তি
D উপমা
Solution
Correct Answer: Option A
একই বর্ণ বা বর্ণগুচ্ছের বারবার বিন্যাসকে অনুপ্রাস বলে। যেমন- 'কাক কালো, কোকিল কালো কালো কন্যার কেশ।' বাক্যটিতে ক বারবার ধ্বনিত হয়েছে।